1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলন তীব্র করতে চায় বিএনপি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ জুলাই ২০১৪

ঈদের পরে সরকার বিরোধী আন্দোলন সফল করতে বিএনপি-র ঢাকা মহানগরের কমিটি গঠন করা হয়েছে৷ কারণ দলের নীতি নির্ধারকদের মতে, ঢাকায় শক্ত আন্দোলন করা না গেলে সারাদেশের তেমন লাভ হয় না৷ ঈদের আগেই গুরুত্বপূর্ণ কমিটিও পুনর্গঠন করা হবে৷

Khaleda Zia 2012
ছবি: Getty Images

বিএনপি-র নীতি নির্ধারকরা মনে করেন, ঢাকায় আন্দোলন জমানোই মূল কাজ৷ ঢাকার বাইরে যদি আন্দোলন তীব্রও হয়, তার পরও রাজধানীতে আন্দোলন না জমলে তা কাজে আসে না৷ বিএনপি মনে করে, ৫ই জানুয়ারির আগে ও পরে ঢাকার বাইরের আন্দোলন বেশ ভালোই হয়েছে৷ ঢাকা ছাড়া দেশের অন্যান্য বিভাগ এবং জেলায় সরকারকে কোণঠাসা করা সম্ভব হয়েছিল৷ কিন্তু ঢাকায় আন্দোলন জোরদার করতে না পারায় সরকার ভালোভাবেই টিকে গেছে৷ তাই ঈদের পরে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ঢাকা মহানগর বিএনপি-কে শক্তিশালী করা হচ্ছে৷

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার গুলশানের কার্যালয়ে দলের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করে ঢাকা মহানগর কমিটি মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন বলে জানা গেছে৷

তাতে বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসকে ঢাকা মহানগর বিএনপি-র আহ্বায়ক করার সিদ্ধান্ত হয়েছে৷ বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে করা হতে পারে যুগ্ম আহ্বায়ক৷ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং গত কমিটির সদস্য সচিব আবদুস সালামও নতুন কমিটিতে থাকছেন৷

বিএনপি-র একজন শীর্ষ নেতা জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ওমরাহ করতে শনিবার সৌদি আরবের পথে রওনা হচ্ছেন৷ তারপর নতুন আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে৷

আর বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগেই যতদূর সম্ভব সব পর্যায়ের কমিটি শক্তিশালী করা হবে৷ এই কমিটিতে তারাই ঠাঁই পাচ্ছেন, যারা বিগত আন্দোলনে অগ্রভাগে ছিলেন এবং ভবিষ্যতের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন৷

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি-র নীতি নির্ধারকরা অতীতের আন্দোলন এবং তার প্রতিক্রিয়া পর্যালোচনা করেছেন৷ কার কী ভূমিকা ছিল এবং কৌশলগত দিকও বিবেচনা করেছেন৷ আর তাতে মনে হয়েছে, ঢাকার আন্দোলনকে শক্তিশালী করতে হলে আন্দেলনের জন্য সামর্থ্যবান নেতৃত্ব প্রয়োজন৷

তিনি বলেন, ‘‘সাংগঠনিক শক্তি মজবুত না হলে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া কঠিন৷ এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে৷ তারা এই সরকারকে আর চায় না৷ বিএনপি তাই জনগণকে সংগঠিত করে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷''

উল্লেখ্য, কয়েক মাস আগে ঢাকা মহানগর বিএনপি-র প্রধান সাদেক হোসেন খোকা বিগত আন্দোলনে ব্যর্থতার কারণে পদত্যাগে বাধ্য হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ