1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমি নিয়ে বিরোধে টেলিভিশন কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

১১ অক্টোবর ২০২৪

ঢাকার হাতিরঝিলের কাছে মহানগর প্রজেক্ট এলাকায় এক জমির মালিকের ছেলেকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

হাতিরঝিল
ঢাকার হাতিরঝিলে একটি ফ্ল্যাটে নিহত হন বেসরকারি একটি টেলিভেশন চ্যানেলের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলামছবি: Bdnews24.com

বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিলে একটি ফ্ল্যাটে নিহত হন বেসরকারি একটি টেলিভেশন চ্যানেলের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম৷ শুক্রবার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে৷ দ্য ডেইলি স্টার পুলিশের বিজ্ঞপ্তি উল্লেখ করে জানিয়েছে,  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগর প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনের জমির মালিক তানজিল জাহানের বাবা সুলতান আহমেদ ও ডেভেলপার কোম্পানির লোকজনসহ অন্য মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে৷

বলা হয়েছে, ‘‘ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে৷ চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এর পরিপ্রেক্ষিতে গতকাল ডেভেলপার কোম্পানির  লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর, হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামের একজন গুরুতর আহত হন৷ পরবর্তীতে তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷''

ডিএমপি জানিয়েছে, এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ অজ্ঞাতনামা আসামি আরও ১০-১২ জন৷

সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান জানানম মালিবাগ ও রামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানান৷

দৈনিক প্রথম আলো পুলিশ ও নিহত তানজিলের পরিবারের বরাতে জানিয়েছে আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও তাঁদের সঙ্গে আসা ভাড়াটে সন্ত্রাসীরা তানজিল ও তার বাবা সুলতান আহমেদের ওপর হামলা করেন৷ এতে তানজিলের মৃত্যু হয়৷

এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ