1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপ প্রধানমন্ত্রী

৩ মে ২০১২

জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদার দুই দিনের সফরকে বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷

ছবি: AP

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের ফিরতি সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন জাপানের উপ প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা৷ তাঁর এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ডয়চে ভেলে জানান, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত৷ তার সেই সুসম্পর্কের নিদর্শন হিসেবেই জাপানের উপ প্রধানমন্ত্রী আজ ঢাকা আসছেন৷

জাপান বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সহযোগী৷ বাংলাদেশের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় জাপানের রয়েছে অনেক বড় ভূমিকা৷ গওহর রিজভী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের উপ প্রধানমন্ত্রীর বৈঠকে পদ্মা সেতুতে অর্থায়ন, ঢাকার মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বৃহৎ প্রকল্পে অর্থায়ন নিয়ে কথা হবে৷

জাপানের উপ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন৷ তিনি বাংলাদেশের ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন৷ বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিবেশ নিয়েও আলোচনা করবেন জাপানের উপ প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ