1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উচ্চশিক্ষা

রিয়াজুল ইসলাম১ জানুয়ারি ২০১৩

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল একটি সেমিনার৷ এতে প্রবাসী বাংলাদেশিরা নানা তথ্য তুলে ধরেন৷ এই প্রবাসীদের অধিকাংশই জার্মানিতে পড়াশোনা শেষে সেদেশে কর্মরত রয়েছেন৷

Cover photo of Facebook group of Bangladesh Students and Alumni Association of Germany (BSAAG); Copyright: Adnan Sadeque
ছবি: Adnan Sadeque

আদনান সাদেক, বর্তমানে স্টুটগার্টে থাকেন এবং সেখানেই নিজের একটি সফটওয়্যার কোম্পানি চালু করেছেন৷ তিনি জানান, বেশ কিছু দিন আগে তাঁরা জার্মানির বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ চালু করেন৷ কিছু দিনের মধ্যেই সেখানে প্রচুর সদস্য মেলে৷ বর্তমানে এই সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে যাঁদের মধ্যে বাংলাদেশে পড়ুয়া অনেক শিক্ষার্থী রয়েছেন৷ তাঁরা জার্মানির পড়াশোনা নিয়ে তাঁদের আগ্রহ তুলে ধরে সেই ফেসবুক গ্রুপে৷ মূলত এই পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে একটি সেমিনার করার পরিকল্পনা আসে মাথাতে, জানান আদনান সাদেক৷

BM/311212/INTERVIEW ADNAN SADIQUE - MP3-Mono

This browser does not support the audio element.

ড্রেসডেন ইউনিভার্সিটির সাবেক ছাত্র আদনান বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের সামনে কেবল প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরা, যাতে তাঁরা নিজেরাই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারে৷ একইসঙ্গে জার্মানিতে পড়াশোনার যে সম্ভাবনা রয়েছে তাও তুলে ধরতে চাই আমরা৷''

পহেলা জানুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রথমে ৫০০ জনের নাম নিবন্ধনের সুযোগ রাখা হলেও পরে ব্যাপক সাড়া পড়ায় অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, বলে জানিয়েছেন আদনান সাদেক৷ তিনি জানান, ব্যাপক সাড়ার কারণে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা টিএসসি'তে এই সেমিনার করার সিদ্ধান্ত নেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ