1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় জার্মান ট্রেড শো'র উদ্বোধন - বাংলাদেশের ব্র্যান্ডিং-এর ডাক

২৭ অক্টোবর ২০১১

বাংলাদেশ ও জার্মানির মধ্যে শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক সম্পর্কও সুদৃঢ় হচ্ছে৷ আর এই সম্পর্ক দিন দিন আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে ঢাকায় দ্বিতীয় জার্মান ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে৷

Title : German Development Minister Dirk Niebel in a function in Dhaka, Bangladesch Bildunterschrift: German Development Minister Dirk Niebel in a function in Dhaka, Bangladesch Text: German Development Minister Dirk Niebel in a function in Dhaka, Bangladesch Datum: 22.06.11 Eigentumsrecht: Harun Ur Rashid Swapan , Dhaka, Bangladesch Stichwort:German, Development, Minister, Dirk, Niebel, Dhaka, Bangladesch,
জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল’এর বাংলাদেশ সফরের সময় বণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের সঙ্গে তাঁর আলোচনা হয়ছবি: Harun Ur Rashid Swapan

সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় ৩ দিনের দ্বিতীয় জার্মান ট্রেড শো৷ ট্রেড শোর উদ্বোধন করেন বণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান৷ তিনি তার বক্তব্যে বলেন, জার্মানির সঙ্গে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক৷ ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি দিয়েছিল৷ আর এখন জার্মানি বাংলাদেশের বৃহত্তম রফতানির দেশ৷ জার্মানির সঙ্গে শুধু বাণিজ্য নয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও উন্নয়নের সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে৷ আর এই ট্রেড শোর মধ্য দিয়ে দুই দেশের ব্যবসায়ীরা যেমন পণ্য সম্পর্কে জানতে পারবেন৷ জানতে পারবেন নিজেদের৷ তিনি বলেন, বিশ্ব মন্দায় বাংলাদেশ ও জার্মানি এক সঙ্গে কাজ করতে পারে৷

বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিজিসিসিআই'এর সভাপতি সাইফুল ইসলাম জানান, গত ৬ মাসে দু'দেশের বাণিজ্য বেড়েছে ৫০ ভাগ৷ আর শুধু বাংলাদেশের বাণিজ্য বেড়েছে ৫২ ভাগ৷ তিনি বলেন, বাংলাদেশ জার্মানিতে ৩য় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ৷ আগে এই অবস্থান ছিল ৭ম৷

সম্প্রতি বার্লিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে বক্তব্য রাখেনছবি: DW

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল বলেন, রাজনীতি এবং অর্থনীতি এক সঙ্গে চলে৷ তাই রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় না হলে অর্থনৈতিক সম্পর্কও সুদৃঢ় হয়না৷ তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক এখন একটি চমৎকার সময় অতিক্রম করছে৷ এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জার্মানি সফর এবং আগামী নভেম্বরে জার্মান রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন৷

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ' শিরোনামে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি দৈনিক ডেইলি ষ্টার সম্পাদক মহফুজ আনাম৷ বল হয় বাংলাদেশ শুধু টি শার্ট নয়, জাহাজও তৈরি করে৷ সময় এখন বাংলাদেশের ব্র্যান্ডিং'এর৷

জার্মান ট্রেড শোতে জার্মানির মোট ১০০টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ষ্টল দিয়েছে৷ ট্রেড শো চলাকালে প্রতিদিনই দুই দেশের শিল্প-বাণিজ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে৷ ট্রেড শো শেষ হবে ২৯শে অক্টোবর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ