1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সমঝোতা হবে কি?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ ডিসেম্বর ২০১৩

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় এসেছেন শুক্রবার রাতে৷ বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে মহাসচিবের বার্তা নিয়ে এসেছেন তিনি৷

Kombobild Khaleda Zia und Sheikh Hasina
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

শুধু রাজনৈতিক মহল নয়, সুশীল সমাজসহ সব শ্রেণির মানুষের মধ্যে তারানকোর এই সফর নিয়ে আছে ব্যাপক আগ্রহ৷ তারা এটাকে দেখছেন রাজনৈতিক সমঝোতার শেষ উদ্যোগ হিসেবে৷

এই নিয়ে তৃতীয় দফায় ঢাকা এলেন অস্কার ফার্নান্দেজ তারানকো৷ এর আগে গত মে মাসে এবং সর্বপ্রথম গত বছরের ডিসেম্বরে ঢাকায় আসেন তিনি৷ প্রতিবারই তাঁর লক্ষ্য ছিল, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন৷

ছবি: Reuters

জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, চিঠিও দিয়েছেন একাধিকবার৷ আর তারানকোর তৃতীয় দফা ঢাকা সফরের আগেও গত সপ্তাহে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন মহাসচিব৷ প্রতিবারই চিঠি বা টেলিফোনে তিনি আলাপ, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের কথা বলেছেন, বলেছেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা৷

এবার তারানকো এমন এক সময় ঢাকায় এলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম সংঘাতময় এবং সহিংস হয়ে উঠেছে৷ বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোট টানা অবরোধ-হরতাল দিয়ে যাচ্ছে৷ তারানকোর সফরের সময়ও অবরোধে বিরতি নেই৷ সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে৷ দেশ স্থবির হয়ে পড়ছে৷ সহিংসতায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ৷

এসব কারণে তারানকোর এবারের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব রয়েছে, বলে মনে করেন রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি বলেন, তারানকোর উদ্যোগ সফল না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে৷

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত তারানকো শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন৷ এছাড়া আরো কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে৷ জানা গেছে, তিনি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করতে চাইছেন৷ তবে সেই সুযোগ তিনি পাবেন না বলেই মনে হচ্ছে৷

অধ্যাপক ইমতিয়াজ মনে করেন তারানকো এবার সমঝোতার সর্বাত্মক চেষ্টা করবেন৷ এই চেষ্টায় তিনি সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলতে চাইবেন, এটাই স্বাভাবিক৷ তাঁর মতে, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর বিষয়টি এবারকার আলোচনায় প্রাধ্যান্য পেতে পারে৷ প্রশ্ন উঠতে পারে, যারা নিজেদের দেশেই শান্তি রক্ষা করতে পারে না তারা কিভাবে অন্যদেশের শান্তি রক্ষায় কাজ করবে? তবে জাতিসংঘ মহাসচিবের দূতের বৈঠকের পরই বিষয়গুলো স্পষ্ট হবে৷

তারানকোর ঢাকা সফর শেষ হবে মঙ্গলবার৷ এর মধ্যে শনি থেকে সোম, তিনদিনই বিরোধী দলের অবরোধ৷ একই সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার ঢাকায় ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে৷

অধ্যাপক ইমতিয়াজ বলেন, তারানকো নিজের চোখে যেমন রাজনৈতিক পরিস্থিতি দেখতে পারবেন, তেমনি বুঝতে পারবেন প্রকৃত অবস্থা৷ আর গত ছয় দিনের টানা অবরোধে রাজনৈতিক সহিংসতায় ৬০ জনের মৃত্যু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ধারণা নেয়ার জন্য যথেষ্ট৷ তাই তারানকোর এই সফরেই যেন রাজনৈতিক সমঝোতা হয়, বন্ধ হয় হানাহানি – এই আশা অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ