1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী সাংসদদের সম্মেলন

৯ জুলাই ২০১২

সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার নারী সাংসদদের নিয়ে ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে৷ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বেশ কয়েকজন সাংসদ সম্মেলনে যোগ দিয়েছেন৷

SBB-64333 : Parliament House in Dhaka ; Bangladesh picture-alliance/Dinodia Photo
ছবি: picture-alliance/Dinodia Photo

উন্নয়ন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের নিয়ে রবিবার ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে৷ জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সম্মেলনের উদ্বোধন করে বলেন, ‘‘দক্ষিণ এশিয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ অগ্রদূত ভূমিকা পালন করেছে৷ রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১তম৷''

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চারদিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সাজেদা চৌধুরী আরও বলেন, ‘‘আমাদের ৬৯ জন নারী সংসদ সদস্য, যা সংসদের ২০ শতাংশ৷ ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে সাতজন নারীর বিজয়ী হওয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হয়৷''

সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউকেএআইডি ও ইউএসএআইডি৷ আর আয়োজন করেছে এশিয়া ফাউন্ডেশন৷ স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় সংসদের সচিব মাহফুজুর রহমান৷ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷ এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুজান সিসকেল ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক ল বক্তব্য রাখেন৷ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ৬০ জন এবং ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ৪০ জন নারী সংসদ সদস্য সম্মেলনে যোগ দিয়েছেন৷

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতবাসের চার্জ দি অ্যাফেয়ার্স নিক ডিন বলেন, এ সম্মেলনের আলোচনার প্রধান ক্ষেত্র হচ্ছে শান্তি, উন্নতি ও গণতন্ত্র৷ এ সম্মেলনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন৷ তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ২২ শতাংশ নারী সংসদ সদস্য৷ এছাড়া আলজেরিয়ার ৩০ শতাংশ, উগান্ডার ৫৬ শতাংশ রয়েছে৷ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন উগান্ডা, ভারত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা৷''

সম্মেলনে আফগানিস্তান থেকে যোগ দিয়েছেন দেশটির সংসদ সদস্য শুকরাইয়া বারাকজাই৷ তিনি আফগানিস্তানে আয়না-ই-জান নামের সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন৷ এতে নারীর অধিকার বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়৷ তিনি ২০০৪ সালে প্রথম বারের মতো নিম্নকক্ষ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ