ঢাকায় পল্লবী থানায় বোমা বিস্ফোরণ
২৯ জুলাই ২০২০বুধবার ভোর সোয়া ছয়টায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান৷
পল্লাবী থানার এসআই আকলিমা খানম সংবাদ মাধ্যমটিকে বলেন, ‘‘ভোর রাতে তিনজন সন্ত্রাসীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷ তাদের সঙ্গে একটি ওজন মাপার মেশিন ছিল৷ তারা বলছিল, ওই ওজন মাপার মেশিনে বোমা রয়েছে৷’’
পরে বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়৷ তারা ডিউটি অফিসারের কক্ষে ওজন মাপার মেশিন পরীক্ষা করে৷ পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেছেন, ‘‘ওই যন্ত্রে একাধিক বিস্ফোরক ছিল৷ তার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে৷ বাকিগুলো নিষ্ক্রিয় করতে কাজ চলছে৷’’
বিস্ফোরণে আহত হয়েছেন, পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই রুমি, পিএসআই সজীব ও অঙ্কুর এবং রিয়াজ নামের একজন৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজকে বলেন, ‘‘সকালে তাদের পাঁচজনকেই ঢাকা মেডিকেলে আনা হয়৷ অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়৷’’ এর মধ্যে সজীবের কানে সমস্যা, রুমির ও রিয়াজের হাতে জখম আর পরিদর্শক এমরানের বাঁ পায়ের হাঁটুর নিচে জখম হয়েছে বলে জানান তিনি৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)