ঢাকায় ‘বৃদ্ধ শিশুর' চিকিৎসা শুরু
৯ আগস্ট ২০১৬ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিশু বায়েজিদ সিকদারের চিকিৎসা শুরু হয়েছে৷ চিকিৎসকরা বলছেন, তার রোগ নির্ধারণে অনেক পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন৷ তবে গরিব পরিবারের শিশুটিকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
শরীরে বাড়তি চামড়া নিয়ে জন্ম নেয়া শিশুটির বিভিন্ন অঙ্গ এবং চোহারা ঝুলে গেছে৷ পাশাপাশি তার হৃদপিণ্ডে নানা সমস্যাসহ দেখার এবং শোনার সমস্যা রয়েছে৷ বাবা লাবলু সিকদার জানিয়েছেন যে, বেশিরভাগ চিকিৎসকই তার ছেলের সমস্যা আসলে কী – তা নির্ধারণে ব্যর্থ হয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমরা স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা করাতে জমিজমা বিক্রি করেছি৷ আমরা তাকে বৈদ্য এবং হার্বাল চিকিৎসকও দেখিয়েছি৷ কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়নি৷ ঢাকা মেডিক্যাল কলেজ আমাদের শেষ ভরসা৷''
চিকিৎসকরা শুরুতে সন্দেহ করেছিলেন, শিশুটি ‘প্রোজেরিয়া' রোগে আক্রান্ত৷ এই রোগ হলে জন্মের পর থেকেই একটি শিশুর চামড়া দ্রুত বুড়িয়ে যেতে থাকে এবং সে অসময়ে বার্ধক্যের শিকার হয়৷ ফলে মারাত্মক সব শারীরিক জটিলতা তৈরি হয়৷
দুর্লভ এই রোগ নিয়ে হলিউডে ‘দ্য কিউরিয়াস কেস অফ বেনজামিন বাটন' নামের একটি ছবি তৈরি হয়েছিল, যেখানে অভিনয় করেছেন ব্রাড পিট৷ বলিউডেও ২০০৯ সালের শেষের দিকে মুক্তি পায় ‘পা', যেখানে ‘বিগ বি' অভিতাভ বচ্চনকে প্রোজেরিয়া রোগে আক্রান্ত ১৩ বছর বয়সি একটি ছেলের ভূমিকায় দেখা যায়৷
ঢাকার চিকিৎসকরা অবশ্য এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন৷ মেডিক্যাল কলেজের ‘বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি' ইউনিটের প্রধান আবুল কালাম জানান, প্রোজেরিয়া হলে সময়ের সঙ্গে সঙ্গে সেটি বাড়তে থাকে৷ কিন্তু শিশুটির বাবা-মা জানিয়েছেন যে, সম্প্রতি শিশুটির বুড়িয়ে যাওয়ার লক্ষণগুলো থেমে গেছে এবং পরিস্থিতি নাকি উন্নতির দিকে যাচ্ছে৷
চিকিৎসকরা তাই আরো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিকদারের অবস্থা পর্যবেক্ষণ করতে চাচ্ছেন৷ তার বাবা এবং মা সম্পর্কে কাজিন ছিলেন৷ খুবই নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হওয়ায় শিশুটির কোনো জেনেটিক বা জিনঘটিত রোগ হয়েছে কিনা, তাও পরীক্ষা করে দেখছেন তাঁরা৷
বায়েজিদ সিকদারের পরিবার আশা করছেন, চিকিৎসকরা শিশুটিকে অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো অবস্থায় ফিরিয়ে নিতে পারবেন৷ সিকদারের মা খাতুনের কথায়, অন্যান্য স্বাভাবিক শিশুর মতো তার ছেলেও ভাত এবং মাছ খেতে পছন্দ করে৷ এছাড়া কাজিনদের সঙ্গে লুকোচুরি ও ফুটবল খেলতে ভালোবাসে সে৷
উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ২৬ বছর বয়সি এক যুবকেরও চিকিৎসা করছেন যাকে ‘‘বৃক্ষ মানব'' আখ্যা দেয়া হয়েছিল৷ তাঁর হাত এবং পায়ে গাছের শিকড়ের মতো বেরিয়েছিল, যা অস্ত্রপচারের মাধ্যমে কেটে ফেলতে সক্ষম হন চিকিৎসকরা৷ বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে৷
এআই/ডিজি (এএফপি, ডিপিএ)