1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা

৬ জুলাই ২০১১

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আজ দুপুরে তিনদিনের সফরে ঢাকা এসেছেন৷ তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি৷

Newly appointed Indian Foreign Minister S.M. Krishna waves to the media as he arrives to assume charge, in New Delhi, India, Monday, May 25, 2009. (AP Photo/Manish Swarup)
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাছবি: AP

বিমানবন্দরে এস এম কৃষ্ণা সাবাদিকদের জানান যে, তাঁর এই সফর আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং'এর বাংলাদেশ সফরকে সামনে রেখেই৷

২০১০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সেসব চুক্তি হয়েছে এবং যৌথ ঘোষণা করা হয়েছে - তার অগ্রতির পর্যলোচনা হবে এস এম কৃষ্ণার এই সফরে৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন৷ তাঁর এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে৷

এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রটেজিক স্টাডিজ ভবনটিরও উদ্বোধন করবেন বলে খবর৷

বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ