1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় মৃত্যুর সঙ্গে বসবাস করছে ৩০ লাখ মানুষ!

৩ জুন ২০১১

লিমনকে নিয়ে বাসস-এর খবর এবং সেই খবর প্রত্যাহার নিয়ে শুক্রবারও সরব গণমাধ্যম৷ তবে লিমন ন্যায় বিচার পাবেন, এমন আশা প্রকাশ করেছেন অধ্যাপক মিজানুর রহমান৷ এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন৷

Bangladeshi fire fighters carry dead bodies after a blaze raged through a plastic factory and several buildings at Kayettuli in Old Dhaka, Bangladesh, 04 June 2010. 100 dead bodies have been recovered while many more were injured as the fire broke out around 9pm on 03 June 2010, officials said. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Bildfunk+++
নিমতলীর অগ্নিকাণ্ডছবি: picture alliance / dpa

শিরোনামে লিমন

ব়্যাবের গুলিতে বাম পা হারানো লিমনকে নিয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘প্রধানমন্ত্রীর ওপরে এমন কেউ আছেন যাঁদের জন্য খবর প্রত্যাহার হয়'৷ বাংলাদেশের সরকারি বার্তাসংস্থা বাসস বুধবার সন্ধ্যায় লিমনের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল৷ কিন্তু কয়েক ঘণ্টা পর আবার সেই সংবাদ প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবীর এর মন্তব্য, ‘এ দেশে প্রধানমন্ত্রীর ওপরেও এমন কেউ আছেন, যাঁদের জন্য বাসসের খবর প্রত্যাহার করতে হয়৷' এই বিষয়ে একই দৈনিকের আরেক শিরোনাম, ‘ছাপা হয়নি তবুও খবর'৷ প্রবীণ সাংবাদিক এবিএম মূসা'র একটি সংবাদ বিশ্লেষণের শিরোনাম এটি৷ সেখানে বাসস এর বাতিল করা সংবাদটির গুরুত্ব সম্পর্কে লিখেছেন মূসা৷

মানবাধিকার কমিশন

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম লিখেছে, ‘লিমন ন্যায়বিচার পাবে, আশা অধ্যাপক মিজানের'৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নিরীহ লিমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না'৷

বিএনপি'র হরতাল

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন৷ দৈনিক সমকাল এর শিরোনাম, ‘মুখোমুখি সরকার ও বিরোধী দল'৷ আগামী রবিবার হরতাল ডেকেছে বিএনপি৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশ আবারও সংঘাতের রাজনীতির পথে যাচ্ছে৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘হরতালে বাধা দিলে দায় সরকারের: বিএনপি'৷

নিমতলীর একবছর

দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘মৃত্যুর সঙ্গে বসবাস'৷ পুরনো ঢাকার নিমতলী'র অগ্নিকাণ্ডের এক বছর পূর্তি হল আজ৷ অথচ এখনো সেই এলাকায় অসংখ্য কেমিক্যাল কারখানা চালু রয়েছে৷ ফলে প্রায় ৩০ লাখ মানুষ কার্যত মৃত্যুর সঙ্গে বসবাস করছে৷ দৈনিক যুগান্তর লিখেছে, ‘পুরনো ঢাকা এখনো রয়েছে কেমিক্যাল দুর্ঘটনার ঝুঁকিতে'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ