1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় স্মার্ট ফোন এক্সপো

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ জানুয়ারি ২০১৩

প্রথম দিনেই দর্শক-ক্রেতাদের ভিড় এই মেলায়৷ তবে মেলায় শুধু স্মার্ট ফোনই নয়, আছে ট্যাবলেট পিসি এবং অ্যাপ্লিকেশন জোন৷ আর এই স্মার্ট ফোনের সুবিধা পেতে প্রয়োজন থ্রি জি কানেকশন, যার অনুমতি পাচ্ছে বেশ কিছু মোবাইল অপারেটর৷

A smartphone fair is being held in the capital of Bangladesh, Dhaka for the first time in a bid to familiarise people with the latest advancements in technology. foto: Harun Ur Rashid Swapan, Januar 2013
ছবি: Harun Ur Rashid Swapan

বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত মোবাইল ফোন কোম্পানি টেলিটক এ পর্যন্ত ১ লাখ গ্রাহকের কাছে থ্রি জি সিম বিক্রি করছে৷ আর তাই স্মার্ট ফোনের চাহিদা বাড়ছে ক্রমশই৷ কারণ, স্মার্ট ফোন আর থ্রি জি এক সঙ্গে চলে৷ ঢাকায় স্মার্ট ফোন মেলার প্রথমদিনই দর্শকদের ভিড় প্রমাণ করে যে নতুন এই প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে৷

প্রথম দিনেই দর্শক-ক্রেতাদের ভিড় এই মেলায়ছবি: Harun Ur Rashid Swapan

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজকদের একজন মুহাম্দ খান জানালেন, মেলার স্টল আর বৈচিত্র্য সম্পর্কে৷ আর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বললেন তাঁদের স্মার্ট ফোন সম্পর্কে৷ জানালেন, এখন এর দাম সাধ্যের মধ্যেই৷

অ্যাপ্লিকেশন সফটওয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মো. আসিফ জানালেন স্মার্ট ফোন এবং থ্রি জি'র সঙ্গে তাদের সম্পর্কের কথা৷

এছাড়া, টেলিটক-এর জিএম হাবিবুর রহমান জানান, স্মার্ট ফোনের দুনিয়া সম্পর্কে৷ তিনি জানান, স্মার্ট ফোন আর থ্রি জি মিলে হাতেই চলে আসবে গোটা দুনিয়া৷ ভবিষ্যতে এই সেবা হবে আরো বিস্তৃত, বলেন তিনি৷

স্মার্ট ফোন এক্সপো চলবে রোববার পর্যন্ত৷ চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ