1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় শেষ হলো জার্মান বাণিজ্য প্রদর্শনী

২৯ অক্টোবর ২০১১

শনিবার শেষ হলো তিন দিন ব্যাপী জার্মান বাণিজ্য প্রদর্শনী৷ প্রদর্শনীতে ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ এর মধ্যে জার্মানির ৬০টি এবং বাংলাদেশের ৪০টি৷

প্রদর্শনীতে আসা দর্শকছবি: DW

মেলার আয়োজক বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সাইফুল ইসলাম বললেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে জার্মানির ব্যবসায়ীদের পরিচয় হয়েছে৷

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে শনিবার শেষ হল তিন দিন ব্যাপী জার্মান বাণিজ্য প্রদর্শনী৷ শেষ দিনে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রদর্শনীতে আসেন৷ তারা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন৷ অনেকে আবার পণ্যের বিস্তারিত বিবরণসংবলিত ক্যাটালগ নিয়ে যান৷

প্রদর্শনীতে বাংলাদেশ ও জার্মানির প্রথম সারির তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, আসবাবপত্র, তৈরি পোশাক ও মোটরগাড়িসহ বিভিন্ন বিলাসদ্রব্য প্রস্তুতকারক ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ এর মধ্যে জার্মানির ৬০টি এবং বাংলাদেশের ৪০টি৷

মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী ফারুক খানছবি: DW

তবে সবার যে উদ্দেশ্য সফল হয়েছে এমনটি নয়৷ ইউরোপয়েন্ট সোর্সিং অ্যাপারেল নামে জার্মানির একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বললেন, এই মেলায় এবারই তিনি প্রথম স্টল দিয়েছেন৷ তবে উদ্দেশ্য পুরোপুরি সফল হয়িন৷ 

আর মেলার আয়োজক বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি সাইফুল ইসলাম বললেন, তিন দিনের এই মেলায় ২৫ হাজার দর্শনার্থী এসেছে৷ বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে জার্মানির ব্যবসায়ীদের পরিচয় হয়েছে৷

জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার৷ এর পরিমাণ বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা৷ আবার জার্মানি থেকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হয়৷ জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আরো পণ্য কেনার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান সাইফুল ইসলাম৷

শেষ দিনে প্রদর্শনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল প্রমূখ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ