1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় শেষ হল এসএ গেমস

৯ ফেব্রুয়ারি ২০১০

বাংলাদেশের রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য ও আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল একাদশ সাউথ এশিয়ান গেমস৷ একই সঙ্গে দ্বাদশ এসএ গেমসের স্বাগতিক দেশ হিসেবে গেমসের দায়িত্ব বুঝে নিয়েছে ভারতের প্রতিনিধি দল৷

একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে ছিল ফুটবল সহ ২৩টি ডিসিপ্লিনছবি: AP

এবারের গেমসের মূল আকর্ষণ এক শ' মিটার দৌড়ে সোনা জিতে দ্রুততম মানব হয়েছেন শ্রীলঙ্কার আবেপিটিয়াগে শেহান সারোয়ান৷ মানবী পাকিস্তানের নাসিম হামিদ৷ বাংলাদেশেরও সাফল্য কম নয়, ঘরে তুলেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবলের সোনা৷

একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে ছিল ২৩টি ডিসিপ্লিন৷ সবচেয়ে বেশি ৯০টি সোনা, ৫৫টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পদক জিতে বরাবরের মতো ভারত তার আধিপত্য ধরে রাখে৷ দ্বিতীয় পাকিস্তান পেয়েছে ১৯টি সোনা, ২৫টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ৷

তৃতীয় স্বাগতিক বাংলাদেশের ভান্ডারে জমা পড়েছে ১৮টি সোনা, ২৩টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ৷

শ্রীলঙ্কা ১৬টি সোনা, ৩৫টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ জিতে চতুর্থ হয়েছে৷ ৮টি সোনা, ৯টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ পেয়ে পঞ্চম হয়েছে নেপাল৷ আফগানিস্তানও পদক জয়ের দিক দিয়ে আগের আসরকে ছাড়িয়ে গেছে৷ ৭টি সোনা, ৯টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ জিতেছে তারা৷ ভুটান পেয়েছে ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ এবং মালদ্বীপ জিতেছে ২টি ব্রোঞ্জ৷

গত ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ