1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় সস্তার ফ্ল্যাট, রাজউক’এর কল্যাণে

১২ ফেব্রুয়ারি ২০১১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঢাকায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য কম দামে ৫০ হাজার ফ্ল্যাট বাড়ি বরাদ্দ দেবে৷ সহনীয় দামে সহজ কিস্তিতে আগামি ৫ বছরের মধ্যে এসব ফ্ল্যাট দেয়া হবে৷ এজন্য ৩টি প্রকল্পের কাজ শুরু হচ্ছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা ডয়চে ভেলেকে জানান, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের আবাসন সংকট নিরসনে তারা কাজ শুরু করছেন৷ পল্টনে তাদের কমদামে সাধ্যের মধ্যে ফ্ল্যাট তৈরি করে দেয়া হবে রাজধানীতে৷ এজন্য দরপত্র আহ্বানের কাজ চলছে৷ রাজউক তার ৩টি প্রকল্পে আগামি ৫ বছরে মধ্যে ৫০ হাজার ফ্ল্যাট তৈরি করবে৷

তিনি জানান, ফ্ল্যাটের দাম পরিশোধ করে ফ্ল্যাট নিতে হবে না৷ একটি নির্দিষ্ট অংকের কিস্তির টাকা জমা দিলেই ফ্ল্যাটের মালিকানা দিয়ে সেখানে বসবাসের সুযোগ দেয়া হবে৷ দীর্ঘকালীন ২০ থেকে ৩০ বছরের কিস্তিতে দাম শোধ করতে হবে৷ আর ফ্ল্যাটের আয়তন হবে ৭শ' থেকে ১২শ' বর্গফুট৷ দাম হবে সহনীয়৷ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে প্রধানত লটারীর মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে৷

রাজউক চেয়ারম্যান জানান কত টাকা করে কিস্তি হবে তা এখনো ঠিক করা হয়নি৷ তবে তা নির্ধারণ হবে আয়ের উপর ভিত্তি করে৷ যেমন ৩০ হাজার টাকা মাসিক আয় হলে কিস্তি ৮ হাজার টাকার বেশি হবে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ