1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় ‘সাতশ' কোটির বিশ্বে বাংলাদেশ' শীর্ষক ছবি প্রদর্শনী

২৮ অক্টোবর ২০১১

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ'র হিসাবে, মাত্র দু'দিন পরেই বিশ্বের জনসংখ্যা ছুঁয়ে যাবে সাতশ' কোটির ঘর৷ এ উপলক্ষ্যে ঢাকায় চলছে ‘৭০০ কোটির বিশ্বে বাংলাদেশ' শীর্ষক স্থির চিত্র প্রদর্শনী৷ চলবে ৩ নভেম্বর পর্যন্ত৷

Bilder der Ausstellung des berühmten Fotografen Naymuzzaman Prince. Bildbeschreibung: Besucher der Ausstellung Ort: Dhaka, Bangladesch Datum: 21.10.2011 Copyright: Naymuzzaman Prince ***ACHTUNG: Das Bild darf nur im Zusammenhang mit der Berichterstattung zu diesem Fotografen verwendet werden.***
ছবি প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিবৃন্দছবি: Naymuzzaman Prince

ইউএনএফপিএ বাংলাদেশ এবং অলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে৷ ঢাকাস্থ অলিয়ঁস ফ্রঁসেজ এর লা গ্যালারি এবং গ্যালারি জুম-এ চলছে এই ছবি প্রদর্শনী৷ ৩ নভেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এটি৷ সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারা নিয়ে খ্যাতিমান ফটোসাংবাদিক নাইমুজ্জামান প্রিন্সের তোলা ছবি প্রদর্শিত হচ্ছে৷

ছবি প্রদর্শনীর পোস্টারছবি: Naymuzzaman Prince

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে নাইমুজ্জামান প্রিন্স জানান, রাজধানী ঢাকা ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, বাগেরহাট, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে তোলা তাঁর ৫৮টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷ ছবিগুলোকে জলবায়ু ও পরিবেশ, মাতৃস্বাস্থ্য ও বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্য এ তিনটি বিষয় অনুসারে পৃথকভাবে সাজানো হয়েছে৷

এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 28.10-30.10.2011 এবং কোড: 1841 পাঠিয়ে দিন bengali@dw-world.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী৷ উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন৷ সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ