1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় হিজড়াদের নিয়ে ব্যতিক্রমী সৌন্দর্য প্রতিযোগিতা

১৮ নভেম্বর ২০১১

না পুরুষ, না নারী৷ এরপরও এক ধরনের নির্দিষ্ট লিঙ্গ পরিচয়ই এঁদের বড় পরিচয়৷ সমাজে অবহেলিত এই হিজড়াদের নিয়েই ১৭ই নভেম্বর থেকে শুরু হয়েছে এক সৌন্দর্য প্রতিযেগিতা৷ আয়োজক জার্মান সাংস্কৃতিক কেন্দ্র৷

কিছুদিন আগে ভারতেও অনুষ্ঠিত হয়েছিল এরকম একটি প্রতিয়োগিতাছবি: DW

গ্রাম অঞ্চলে বা শহরতলিতে কোনো বাচ্চার জন্ম হলেই, দলে দলে এসে ভিড় করেন এঁরা৷ নবজাতককে কোলে করে নেচে বকশিশ নেন অথবা কখনও চাঁদা তোলেন বিভিন্ন দোকানে৷ অথচ, এঁদের দেখলে এখনও ভ্রূকুঞ্চন করেন অনেকেই৷ পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রও তাঁদের মানুষ হিসেবে প্রাপ্য মর্যাদাটুকু দিতে প্রস্তুত নয়৷

নববধূর সাজে এক হিজড়াছবি: AP

এরই মধ্যে ‘আন্ডার দ্য রেইনবো' নাম দিয়ে এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ঢাকাস্থ জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বা ‘গ্যোটে ইনস্টিটিউট'৷ সহযোগী বন্ধু হিসেবে পাশে এসে দাঁড়িয়েছে ‘স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি', সৃষ্টি, দৃক, ‘বয়েজ অব বাংলাদেশ' এবং স্বপ্রভা নামের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা৷

আয়োজকরা জানান, ‘আন্ডার দ্য রেইনবো'-র পরিকল্পনা অনেকটা আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আদলে করা হয়েছে৷ অর্থাৎ, এক্ষেত্রেও প্রতিযোগিতার মূল মটো – ‘বিউটি উইথ ব্রেন'৷ মানে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, মেধা ও প্রজ্ঞারও প্রমাণ দিতে হবে তাঁদের৷ থাকতে হবে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে জ্ঞান৷ আর তাই, সেরা ‘হিজড়া'-র মুকুট পরতে নানা রকম মহড়াও চালিয়ে যাচ্ছেন প্রতিযোগীরা৷

পাকিস্তানের সমাজেও বৈষম্যের শিকার এঁরাছবি: AP

এই যেমন, ধামাই শামীম৷ বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেন, ‘‘আগে ফ্যাশন শো-তে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও, আমি এমন একটা পরিসরে এ প্রতিযোগিতায় অংশ নিতে এসে সত্যিই বেশ নার্ভাস৷''  ঢাকার শ্যামপুর থেকে আসা তিতাশারও ঐ একই অবস্থা৷ ‘‘আসলে যাঁদের বেশ-ভূষা, সাজ-গোজ সর্বদাই মানুষের হাসির পাত্র করে তোলে, তাঁদের এমন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ সহজ কথা নয়'', জানান তিনি৷

হিজড়াদের অন্যতম সংগঠন ‘সাদা-কালো'-র প্রধান অনন্যার কথায়, ‘‘আমাদের সংগঠনের মোট সদস্য সংখ্যা ৭০৷ প্রথম দিকে তাদের ২০ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও, শেষ পর্যন্ত মাত্র ১১ জন এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ আমিও নিচ্ছি৷''

স্বাভাবিকভাবেই, নানা বৈষম্যের শিকার এই হিজড়াদের বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য৷ তাই সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি, এ উৎসবে থাকছে আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, এমনকি মুক্ত আলোচনাও৷ শুক্রবার এই প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে৷

প্রতিবেদন: দেবারতি গুহ / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ