1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের শিকার ঢাকা

সোহারা মেহরোজা সোচি/এআই২৩ নভেম্বর ২০১৫

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা, সাইক্লোন এবং খরার কারণে হাজার হাজার জলবায়ু শরণার্থী রাজধানী ঢাকায় পাড়ি জমাচ্ছে৷ ফলে আরো বেশি চাপে পড়ছে শহরটি৷

Bangladesch Klimaflüchtlinge Slum Dhaka
ছবি: Getty Images/AFP/M. uz Zaman

ঢাকা শহরের সঙ্গে ‘জনবহুল' শব্দটি ইতোমধ্যে যোগ হয়ে গেছে৷ মাত্র ৩২৫ বর্গ কিলোমিটারের শহরটিতে বাসিন্দার সংখ্যা প্রায় দেড় কোটি৷ ফলে ঢাকার পয়ঃনিষ্কাশন, ময়লা ব্যবস্থাপনা আর যোগাযোগ কাঠামো প্রায় ভেঙে পড়ার মুখে রয়েছে৷ আর এসব কারণেই ‘দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট' এর ২০১৫ সালের ব়্যাংকিংয়ে সবচেয়ে ‘ওরস্ট' শহরের শীর্ষে আছে ঢাকা

জলবায়ু পরিবর্তনের ফলে ঢাকার উপরে চাপ আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ সালিমুল হক মনে করেন, আগামী দুই থেকে তিন দশকের মধ্যেই কয়েক মিলিয়ন মানুষ এখন যেখানে আছে সেখানে আর জীবনযাপন করতে পারবেন না৷

নদী ভাঙ্গন বাংলাদেশে এক বড় সমস্যাছবি: picture-alliance/Zumapress/ Zakir Hossain Chowdhury
পানি, টয়লেট, গ্যাস এবং বিদ্যুতের সুবিধা ছাড়াই বস্তিতে আছেন অনেক মানুষছবি: Getty Images/AFP/M. uz Zaman
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার এক শহরছবি: Getty Images/AFP/M. uz Zaman

জাতিসংঘের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' বা আইপিসিসি মনে করে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় দুই কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ভেতরেই এক স্থান থেকে অন্যত্র সরে যেতে বাধ্য হবে৷ ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ জলবায়ু শরণার্থী আশ্রয় নিয়েছে ঢাকায়৷ আর তাদের অধিকাংশই আশ্রয় নিচ্ছেন বস্তিতে৷

ঢাকার এক বস্তির বাসিন্দা রহমত আলী জানান, আবাদি জমিতে নোনাপানি ঢুকে যাওয়ায় তিনি বাধ্য হয়ে ঢাকায় এসেছেন৷ এখন পেশায় রিকশাচালক এই শরণার্থী বলেন, ‘‘অল্প কিছু টাকা রোজগার করতে গিয়ে অনেক কঠোর পরিশ্রম করতে হয়৷ কিন্তু আমাদের মতো জমিজমা হারানোর এছাড়া অন্য বিশেষ কিছু করারও নেই৷''

ঢাকা শহরের বর্তমান অবস্থা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মাত্রা সম্পর্কে একটি ধারণা দিচ্ছে৷ এটা বুঝিয়ে দিচ্ছে শ্বেত ভল্লুকরাই এই পরিবর্তনের শিকার নয়, আগামী প্রজন্মের জন্যও এটা এক বড় ঝুঁকি৷ তাই জলবায়ু পরির্বতন মোকাবিলায় উদ্যোগ নিতে হবে দ্রুত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ