1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্য

সবচেয়ে বড় রেল প্রকল্প

২৩ ডিসেম্বর ২০১৬

ব্রিটিশ এক কোম্পানির সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ৷ ফলে ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্থাপিত হবে৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছবি: Ministry of Railways

২৪০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন স্থাপনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা৷

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ রেলওয়ে ও ব্রিটিশ কোম্পানি ডিপি রেল লিমিটেড ইউকে-র মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়৷ এসময় রেলমন্ত্রী মুজিবুল হক ও যুক্তরাজ্যের বাণিজ্য দূত রুশনারা আলী উপস্থিত ছিলেন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ‘‘চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি নকশা প্রণয়ন, অর্থায়ন, লাইন নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করবে৷ এ কাজে সহযোগিতা করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন৷’’

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলছে, ‘‘এই রেলপথের মাধ্যমে বছরে প্রায় ২০ লাখ ইউনিট কনটেনার পরিবহন সম্ভব হবে৷’’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘দক্ষিণ অঞ্চলের জন্য এ রেললাইনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বরিশাল বিভাগ প্রথমবারের মতো রেল সংযোগের আওতায় আসবে৷’’ এটি রেল খাতের সবচেয়ে বড় প্রকল্প বলেও উল্লেখ করেন তিনি৷

উল্লেখ্য, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে রামনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে এই সমুদ্রবন্দর গড়ে উঠছে৷ এতে ব্যয় হবে ১,১৪৪ কোটি টাকা৷

তবে জাহাজ ভেড়ার অবকাঠামো নির্মিত হয়ে যাওয়ায় আগেই সেখানে জাহাজ ভিড়তে শুরু করেছে৷ কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩ আগস্ট পায়রা বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ‌্য খালাস কার্যক্রম উদ্বোধন করেন

এদিকে, বন্দরের মূল অবকাঠামো নির্মাণ, তীর রক্ষা বাঁধ ও অন‌্যান‌্য স্থাপনা নির্মাণে কয়েকদিন আগে চীনের দু'টি প্রতিষ্ঠানের সঙ্গে তিনটি সমঝোতা স্মারকে সই করেছে সরকার৷

জেডএইচ/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ