1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির সংকটে ফেলে দেবে’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১১ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে বলে মন্তব্য ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার৷ সাবেক জিএস ডা. মুশতাক বলছেন, নির্বাচনের ঘটনা বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির সংকটে ফেলবে৷

Bangladesch DUCSU Wahlen in Dhaka
ছবি: bdnews24

২৮ বছর পর ডাকসু নির্বাচনে উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম ছিলনা৷ তাই সোমবার সকাল ৮টায় ভোট শুরুর আগেই বিভিন্ন হলে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা দেয়৷ তবে ভোট শুরুর পরই পরিস্থিতি পালটে যেতে থাকে৷ কুয়েত-মৈত্রী ছাত্রী হলে বস্তা বর্তি সিল (ক্রস) দেয়া ভোট পাওয়ার পর উত্তেজনা দেখা দেয়৷ ওই হলের প্রাধ্যক্ষকে সরিয়ে দিয়ে তিন ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়৷ এদিকে, দুপুরের দিকে রোকেয়া হলেও এক ঘণ্টার জন্য ভোট গ্রহণ স্থগিত থাকে৷ সেখানে নিয়মের বাইরে ভিন্ন জায়গায় সাদা ব্যালট পেপার নিয়ে উত্তেজনা হয়৷ অভিযোগ, ওই হলে হামলার শিকার হন কোটা সংস্কার আন্দোলনের ভিপি প্রার্থী নুরুল হক নূরু৷ বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দীও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়৷

নির্বাচনে শাসক দল আওয়ামী লীগের  ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রভাব ছিল স্পষ্ট৷

কুয়েত মৈত্রী হলে সিল দেয়া ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সবাই জানে, আমাদের সামনেই অনাবাসিক অনেক ভোটারকে তাড়িয়ে দেয়া হয়েছে:ড. ফাহমিদুল হক

This browser does not support the audio element.

ভোট দিতে ২২ মিনিট!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক প্রশাসনের অনুমতি নিয়ে স্বাধীনভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন৷ তাঁদের একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘কুয়েত মৈত্রী হলে সিল দেয়া ব্যালট পেপার উদ্ধারের ঘটনাতো সবাই জানেন৷ এর বাইরে আরো কিছু ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি৷ তারমধ্যে আমরা নিজেরাই দেখেছি, অনাবাসিক অনেক ভোটারকে তাড়িয়ে দেয়া হয়েছে৷ আমাদের সামনেই ঘটেছে৷ ভেতরে জটলা করে ভোটারদের বিরুদ্ধে একধরণের ব্যারিয়ার সৃষ্টি করা করা হয়েছে৷ কিছু ভোটার বুথে ঢুকে দীর্ঘ সময় ক্ষেপণ করেছে৷ আমরা দেখেছি কেউ কেউ ২২ মিনিট পর্যন্ত সময় নিয়েছে৷ আস্থাহীনতার কারণে রোকেয়া হলে সাদা ব্যালট পেপার নিয়ে জটিলতা সৃষ্টি হয়৷’’

নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত শিক্ষকদের ব্যাপারে তিনি বলেন, ‘‘তাঁরা যে দায়িত্ব পালন করেননি, তা আমি বলবনা৷ তাঁরা তাঁদের মতো দায়িত্ব পালনের চেষ্টা করেছেন৷ তারপরও এই সব পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷’’

গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় যাবে? এই প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘‘এই প্রশ্নতো আমারও৷ সবমিলিয়ে আমরা যা দেখলাম আজকে, আমরা খুবই মর্মাহত৷ বিশেষ করে কুয়েত মৈত্রী হলের ঘটনাতো লজ্জাকর৷’’

এবার  ডাকসু নির্বাচনে  যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা অতীতে কখনো হয়নি বলে সংশ্লিষ্ট অনেকেই মন্তব্য করেছেন৷ এমনকি ১৯৮৯ এবং ১৯৯০ সালে নির্বাচন হয়েছিল সামরিক স্বৈরশাসক এরশাদের সময়৷ তখনও ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

‘শাসক দলের সাজানো ছকে নির্বাচন’  

১৯৭৩ সালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ছাত্রলীগ করও জিততে পারেনি, এটা সাজানো নির্বাচন, ডাকসু হাতছাড়া করতে চায়নি: মাহমুদুর রহমান মান্না

This browser does not support the audio element.

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না (১৯৮০) অবশ্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘এর আগে ১৯৭৩ সালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, তা করেছিল ছাত্রলীগ৷ তবে তারা সেটা করেও জিততে পারেনি৷ এবার আবার ঘটলো আগেই ব্যালট পেপারে সিল দেয়ার ঘটনা৷ আর এটাও করল ছাত্রলীগ৷ ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের দির আগের রাতে যেমন ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল, সেরকমই এবার ডাকসু নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে সিল দিয়ে রাখা হয়েছে৷ জাতীয় নির্বাচনে অস্ত্রসস্ত্র নিয়ে ভোট ডাকাতি করেছে৷ এবার ডাকসু নির্বাচনে চুরি করেছে৷ কিন্তু দক্ষতার সঙ্গে না করতে পারায় তারা ধরা পড়েছে৷ একটা ধরা পড়েছে, আরো হয়েছে কিনা আমরা তাতো জানিনা৷’’

তাঁর মতে, ‘‘এটা শাসক দলের সাজানো ছকে নির্বাচন৷ তারা কোনোভাবে ডাকসু হাতছাড়া করতে চায়নি৷’’

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, ‘‘গত ১০-১২ বছরে বিশ্ববিদ্যালয়ের সেই আদর্শের জায়গা নষ্ট হয়ে গেছে৷ ফার্স্ট ইয়ারের ছেলেরা হল পাহারা দিচ্ছে৷ তাদের কথামত ভোট দিতে বাধ্য করেছে৷ তারপরও ইতিবাচক দিক হলো এত কিছুর পরও এটা সাধারণ শিক্ষার্থীরা ধরেছেন, তাঁরা প্রতিবাদ করেছেন৷’’

তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই নৈতিকতা নেই৷ থাকলে যাঁরা নির্বাচনের সঙ্গে জড়িত তাঁরা এটা কীভাবে হতে দিলেন! তাঁরা কিছু কারেকশনের নামে এই নির্বাচনকে বৈধতা দিলেন৷’’

‘হতাশ হয়েছি’

অতীতে এমন ঘটনা ঘটেনি, এবারের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির সংকটে ফেলে দেবে: ডা. মুশতাক হোসেন

This browser does not support the audio element.

ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন (১৯৮৯) ডয়চে ভেলেকে বলেন, ‘‘সকাল বেলা কুয়েত মৈত্রী হলের ঘটনা দেখেতো হতাশ হয়েছি৷ পরে আরো জানলাম অনাবাসিক ছাত্রদের ভোট দিতে দেয়নি ছাত্রলীগ৷ ভোটের লাইন তাঁরা নানা কৌশলে দখলে রেখেছে৷ ভয়ভীতি দেখিয়েছে৷’’

তিনি বলেন, ‘‘অতীতে এমন ঘটনা ঘটেনি৷ এবারের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির সংকটে ফেলে দেবে৷ শিক্ষকরা তাঁদের নৈতিকতা দিয়ে এই পরিস্থিতি এড়াতে পারতেন৷ তাঁরা তা পারলেন না৷ তারপরও নির্বাচনের মাধ্যমে ২৮ বছরে অচলায়তন ভেঙেছে এটা ভালো দিক৷’’ 

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুবই উৎসবমুখর পরিবেশে এবং গণতন্ত্রের মূল্যবোধের বিশ্বাসে ভোট হয়েছে৷’’ সিল দেয়া ব্যালট পেপারের ব্যাপারে জানতে চাইলে তিনি জরুরি মিটিং-এ আছেন বলে ফোনের লাইন কেটে দেন৷

দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুবই উৎসবমুখর পরিবেশে এবং গণতন্ত্রের মূল্যবোধের বিশ্বাসে ভোট হয়েছে: ড. আখতারুজ্জামান

This browser does not support the audio element.

এদিকে, ভোটগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই৷ তারা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে৷ তারা গণতন্ত্রের রীতিনীতি অনুসরণ করেই ভোট দিয়েছে৷ আমি অনেক কেন্দ্র পরিদর্শন করেছি৷ সেখানে দেখেছি শিক্ষার্থীরা লাইন দিয়ে ভোট দিয়েছে৷’’

প্রসঙ্গত, এবারের এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন৷ ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়েছেন ২২৯ জন প্রার্থী৷ এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩ জন প্রার্থী৷ এছাড়া ১৮টি হলের ছাত্র সংসদগুলোতে ১৩টি পদে নির্বাচন হয়েছে৷ তবে ছাত্রলীগ ছাড়া আর সবাই এই নির্বাচন অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত বর্জন এবং প্রত্যাখ্যান করেছে৷ তারা নতুন নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ