1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২২ জনের মৃত্যু

১ জুন ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন৷ তিনিসহ গত ২৪ ঘণ্টায় ২২ জনের প্রাণ কেড়েছে করোনা৷

Bangladesh Krankenhauses in Barisal
ছবি: bdnews24

সোমবার পর্যন্ত মোট মৃত্যু ৬৭২৷ এদিন আরো ২ হাজার ৩৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে৷ এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন৷ সারা দেশে হাসপাতালে ভর্তি আরো ৮১৬ জন সুস্থ হয়ে ওঠায় মোট সুস্থ ১০ হাজার ৫৯৭ জন৷

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু দুটোই উদ্বেগজনক হারে বাড়ছে৷ এরমধ্যেই ৬৬ দিনের টানা সাধারণ ছুটি রোববার শেষ হয়েছে৷ সীমিত আকারে সব কিছু খুলতে শুরু করেছে৷ পাল্লা দিয়ে সংক্রমণও বাড়ছে৷

বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

শাকিল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন৷ তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, অধ্যাপক শাকিল ঈদের আগেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন; তাঁর অবস্থার উন্নতিও হচ্ছিল৷ কিন্তু রোববার সন্ধ্যায় হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান৷

এসএনএল/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ