1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা মাতালেন কাটরিনা, অক্ষয়, সালমান, শাকিব খান

২৫ ফেব্রুয়ারি ২০১১

ঢাকায় অক্ষয়কুমার, কাটরিনা কাইফ, সালমান খান সহ বহু তারকার মেলা৷ উপলক্ষ্য ক্রিকেট বিশ্বকাপ৷ কিন্তু মাসটা ফেব্রুয়ারি৷ ভাষা আন্দোলনের মাস৷ তাই সমালোচনাও যে নেই তা কিন্তু নয়!

তিস মার খান-এর এই গানের নাচটাও মঞ্চে ছিল..ছবি: BlockBuster Entertainment Movies,Hari Om Pictures

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত বারোটার পর আকাশে আতশবাজির আলোকচ্ছটা ছড়িয়ে বিগ শো-এর অনুষ্ঠান যখন শেষ হল, তখন একদল দর্শক হতাশ আর আরেকদল বেশ উৎফুল্ল৷ হতাশ তারাই যারা সালমান খানকে মঞ্চে ভালো করে দেখার বা বোঝার আগেই নায়ক বেপাত্তা৷ আর যারা উৎফুল্ল, তারা চোখের সামনে সশরীরে রূপোলি পর্দার এত বড়মাপের তারকাদের দেখে আত্মহারা৷

প্রথমে বাংলাদেশের শিল্পীদের অনুষ্ঠান৷ সন্ধ্যা সাড়ে ৭টায় শুভ্র দেবের গানের সুরে শুরু, এরপর ফরিদা পারভীনের লালনের গান, চন্দনা মজুমদার, ইভা রহমানের গান শেষে মঞ্চে ওঠেন শাকিব খান৷ জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করে দর্শকদের হৃদয় মাতিয়ে দেন বাংলাদেশের কিং খান৷ এবার মঞ্চে শ্রীলঙ্কান শিল্পীরা৷

মঞ্চে নাচা ছাড়া কিছু কথাও বলেছেন সালমান খান৷ছবি: AP

এরপরেই মঞ্চে আনুশকা শর্মা৷ রাত সাড়ে ৯টায় শুরু হল ভারত পর্ব৷ আনুশকার পর মঞ্চে আসেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম এবং তাঁর ব্যান্ড মেট্রো৷ বাংলাদেশেই তাঁর পৈতৃক ভিটে, সে খবর জানিয়ে প্রীতম বাংলায় গাইলেন ‘আমি বাংলায় গান গাই'৷ বাংলাদেশের তাপসকে সঙ্গে নিয়ে করেন ‘তু জানে না' গানটি৷ এর পরই ক্যাটওয়াক করতে করতে মঞ্চে হাজির হলেন ক্যাটরিনা কাইফ৷ তারপর অক্ষয় কুমার এবং সবশেষে সালমান খান৷ ‘জয় বাংলা' স্লোগান দিয়ে অক্ষয় জানালেন, ‘সাতাশ বছর আগে আমি বাংলাদেশে পূর্বাণী হোটেলে কাজ করতাম৷' অবশেষে মঞ্চে সালমান খান৷ ‘দাবাং', ‘ও ও জানে জানা', ‘হামকো পিনি হ্যায়' সহ কয়েকটি গানে তাড়াহুড়ো করে নেচে কথা বললেন একটু৷ আর তারপরেই আতসবাজি দিয়ে শেষ হয়ে গেল অনুষ্ঠান৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে এটিএন ইভেন্টস আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্টটি নিয়ে কিন্তু এবার নানা কথা শোনা যাচ্ছে৷ বিশেষ করে ভাষা আন্দোলনের মাস, একুশের মাসে এ ধরণের ভিন্ন ভাষা আর চটুল সংস্কৃতির অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা কতটা, সে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ