দশ বছরের শাহানা খাতুনের মুখ থেকে গাছের ছালের মতো অংশগুলো সফলভাবে অপসারণ করা হয়েছে৷ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হয়৷
বিজ্ঞাপন
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সামন্ত লাল সেন বলেন, শাহানার রোগটি প্রাথমিক পর্যায়ে ছিল৷ তাই তার আর অস্ত্রোপচারের প্রয়োজন না-ও হতে পারে৷
সফল অস্ত্রোপচারের সংবাদে খুশি শাহানার বাবা শাহজাহান৷ তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যেতে উদগ্রীব৷ বাড়ি ফেরার পর শাহানাকে আবার স্কুলে পাঠানো হবে বলে জানান তিনি৷ তাঁদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামে৷ গত ২৯ জানুয়ারি মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিলেন দিনমজুর শাহজাহান৷
চিকিৎসকরা বলছেন, শাহানা সম্ভবত বিশ্বের প্রথম নারী যে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফোরমিস’ রোগে ভুগছে৷ অবশ্য এই বিষয়ে নিশ্চিত হতে আরও তথ্যের প্রয়োজন বলেও জানান তাঁরা৷ স্থানীয় ভাষায় এই রোগের নাম ‘ট্রি ম্যান সিনড্রোম’৷ সারা বিশ্বে হাফ ডজনেরও কম মানুষ এই রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়৷ বাংলাদেশের ২৭ বছর বয়সি রিকশাচালক আবুল বাজানদারও আছেন৷ ‘বৃক্ষমানব’ হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন৷ গত বছর ঢাকা মেডিকেলে তাঁর ১৬ বার অস্ত্রোপচার করা হয়৷ বাজানদারের বাড়ি খুলনার পাইকগাছায়৷ তার রোগের খবর প্রকাশিত হওয়ার পর তিনি সারা দেশের মানুষের সহানুভূতি পেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বাজানদারের চিকিৎসার অঙ্গীকার করেছিলেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)
ডিজিটাল ডায়েটিং কী, কেন করবেন ?
মোবাইলটি হাত থেকে রাখলেই যেন অনেক কিছু মিস হয়ে যাবে – এমন আতঙ্ক আজকাল অনেকের মধ্যেই কাজ করে৷ এই ‘ডিজিটাল রোগ’ থেকে সহজে বের হওয়ার উপায় জানিয়েছেন জার্মান প্রযুক্তিবিদ৷
ছবি: Getty Images/AFP/A. Kenare
ঘাড়ে ব্যথা
সর্বশেষ খবর, ই-মেল কিংবা স্যোশাল মিডিয়ায় যোগাযোগ রাখার জন্য অনেকেই দিনের কয়েকটা ঘণ্টা সময় ব্যয় করেন মোবাইল বা স্মার্টফোনে৷ নীচের দিকে তাকিয়ে এত দীর্ঘ সময় কথা বলার কারণে ঘাড়ে চাপ পরে এবং ব্যথা হয়, যা প্রথমদিকে সেভাবে বোঝা না গেলেও ধীরে ধীরে জটিল হয়ে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে৷
ছবি: Goméz Verdi, Franz, Meurice
মনোযোগ এবং উৎপাদনশীলতা কমে যায়
যে ব্যক্তি দিনে দুই ঘণ্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করে তার অন্যদিকে মনোযোগ এবং ‘প্রোডাক্টিভিটি’ কমে যায়৷ শুধু তাই নয়, কোনো এক সময় এ অবস্থা থেকে ‘বার্নআউট’-ও শুরু হতে পারে৷ অনেকে ছুটিতে গেলেও মোবাইল ও ল্যাপটপ হাতছাড়া করতে চাননা, উত্তর দিয়ে থাকেন অ-দরকারি ই-মেলেরও৷ যদি তাই হয় তাহলে আর টাকা খরচ করে ছুটিতে না গিয়ে বাড়িতে থাকাই শ্রেয়৷ এমনটাই জানান বিশেষজ্ঞ৷
ছবি: picture-alliance/dpa
কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব?
যে কোনো ডায়েটিংয়ের মতো ডিজিটাল ডায়েটও খুব কঠিন৷ বিশেষ করে এই নিয়ন্ত্রণ পুরোটাই নিজের ওপর নির্ভর করে৷ নিজেকেই ঠিক করতে হবে, কোন ই-মেল বা মেসেজের উত্তর আপনি দিতে চান আর কোনটা চান না৷ ঠিক যেমন, ওজন কমাতে চাইলে কিছু খাবার থেকে নিজেকে দূরে থাকতে হয়, সেরকম ‘ডিজিটাল ডায়েটের’ ক্ষেত্রেও মোবাইলের মতো কিছু জিনিস বাদ দিতে হয়৷
ছবি: Imago/R. Kurzendörfer
দিনে ৫৩ বার!
মোবাইল অ্যাপের জন্য ৬০ হাজার মোবাইল ব্যবহারকারী নিয়ে বন বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে বেরিয়ে এসেছে যে মোবাইল ব্যবহারকারীরা গড়ে প্রতি ১৮মিনিট অন্তর দিনে ৫৩ বার স্মার্টফোন ব্যবহার করেন৷
ছবি: picture alliance/Denkou Images
সবাইকে জানিয়ে দিন
জার্মান প্রযুক্তিবিদ আলেকজান্ডার মার্কোভিৎস জানান, ‘‘যারা সত্যিই ডিজিটাল ডায়েটিং করতে চান তারা সপ্তাহে একদিন মোবাইলটি বাড়িতে রেখে যান৷ আর হ্যাঁ, সে কথা আগে থেকেই বন্ধু আর পরিচিতদের জানিয়ে দিন, যাতে কিছু হারাবার কোনো ভয় বা আতঙ্ক না থাকে৷’’