1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহরের ওপরে পানি, নীচেও পানি

২১ সেপ্টেম্বর ২০১৫

জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন৷ ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে বেশ কিছু খবর দেখা গেল গণমাধ্যমে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমও উঠে এসেছে অন্যরকম কিছু বিষয়৷

Bangladesch Hochwasser in Dhaka
ছবি: picture-alliance/dpa/A. Abdullah

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিউস সোমবার সকালে ঢাকা পৌঁছান৷ বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি সাভারে চলে যান৷ ইউরোপীয় দু'টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ যৌথ সফরের খবর বাংলাদেশের প্রায় সব সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালেই এসেছে৷

জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রকল্পের কার্যক্রম দেখতে স্টাইনমায়ার এবং ফাবিউসের পটুয়াখালীতে যাওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সে সফর বাতিল করা হয়৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও লরঁ ফাবিউসের এ সফর সম্পর্কে আগ্রহীদের অবগত করার চেষ্টা করেছে৷

দুই পররাষ্ট্রমন্ত্রী পটুয়াখালী সফর স্থগিত করে অল্প সময়ের জন্য নৌভ্রমণে গিয়েছিলেন৷ সেই ছবি এবং খবরও পরিবেশন করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তবে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সঙ্গীদের কেউ কেউ বাংলাদেশের রাজধানীতে জনদুর্ভোগের কিছু চিত্রও তুলে ধরেছেন৷ সে কারণে ঢাকার যানজট এবং জলাবদ্ধতার দৃশ্যও উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

জার্মান পররাষ্ট্রমন্দ্রীর এক সফরসঙ্গী ঢাকা শহর সম্পর্কে লিখেছেন, ‘‘আমি এমন এক শহরে এলাম যে শহরের ওপর-নীচ দু'দিক থেকেই পানি পড়ে৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ