জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন৷ ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে বেশ কিছু খবর দেখা গেল গণমাধ্যমে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমও উঠে এসেছে অন্যরকম কিছু বিষয়৷
বিজ্ঞাপন
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরঁ ফাবিউস সোমবার সকালে ঢাকা পৌঁছান৷ বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি সাভারে চলে যান৷ ইউরোপীয় দু'টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ যৌথ সফরের খবর বাংলাদেশের প্রায় সব সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালেই এসেছে৷
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ও লরঁ ফাবিউসের এ সফর সম্পর্কে আগ্রহীদের অবগত করার চেষ্টা করেছে৷
দুই পররাষ্ট্রমন্ত্রী পটুয়াখালী সফর স্থগিত করে অল্প সময়ের জন্য নৌভ্রমণে গিয়েছিলেন৷ সেই ছবি এবং খবরও পরিবেশন করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷
তবে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সঙ্গীদের কেউ কেউ বাংলাদেশের রাজধানীতে জনদুর্ভোগের কিছু চিত্রও তুলে ধরেছেন৷ সে কারণে ঢাকার যানজট এবং জলাবদ্ধতার দৃশ্যও উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
জার্মান পররাষ্ট্রমন্দ্রীর এক সফরসঙ্গী ঢাকা শহর সম্পর্কে লিখেছেন, ‘‘আমি এমন এক শহরে এলাম যে শহরের ওপর-নীচ দু'দিক থেকেই পানি পড়ে৷''
এক ঘণ্টার বৃষ্টিতে পানির নীচে ঢাকা
মঙ্গলবার মাত্র একঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বাংলাদেশের রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তাঘাট৷ ফলে জনজীবনে নেমে আসে ব্যাপক দুর্ভোগ৷ বিস্তারিত দেখুন ছবিতে৷
ছবি: picture alliance/Zumapress.com
হঠাৎ বৃষ্টিতে অচল ঢাকা
বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার নাজিমউদ্দিন রোড৷ ছবিতে এক মহিলা সেই পানির মধ্য দিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক শিশুকে, সঙ্গে আরো কিছু মালপত্র৷
ছবি: picture-alliance/dpa/A. Abdullah
আটকে গেছে ভ্যান
ঢাকার শহরের রাস্তাঘাটে অধিকাংশ ক্ষেত্রে ম্যানহোলের ঢাকনা থাকে না৷ রাস্তা ভাঙাও থাকে৷ আর সেসব রাস্তা পানিতে তলিয়ে গেলে যানবাহন সহজেই আটকে যায়৷ ছবিতে এক ভ্যান চালক রাস্তায় আটকে যাওয়া ভ্যান ঠেলে সরানোর চেষ্টা করছেন৷
ছবি: picture-alliance/dpa/A. Abdullah
জীবন থেমে নেই
বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেলেও থেমে নেই ঢাকাবাসী৷ পানির মাঝেই চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড৷
ছবি: picture-alliance/dpa/A. Abdullah
ঘরের মধ্যে পানি
এই পরিবারের দুর্দশা চরমে উঠেছে৷ কেননা, বৃষ্টির পানি ঢুকে গেছে বাড়ির মধ্যে৷ ছবিটি তোলা চট্টগ্রাম থেকে৷ ঢাকার মতো চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থাও বেশি দুর্বল৷ ফলে কয়েক ঘণ্টার বৃষ্টিপাতেই সৃষ্টি হয় এমন পরিস্থিতি৷
ছবি: picture alliance/Zumapress.com
সিমলার বাড়ি ফেরা
স্কুলে যাওয়ার পথে এত পানি ছিল না রাস্তায়৷ কিন্তু ফিরতে ফিরতে এই অবস্থা৷ ছয় বছর বয়সি সিমলার এই ছবিটি তোলা হয়েছে চট্টগ্রাম থেকে৷
ছবি: picture alliance/Zumapress.com
জলবায়ু পরিবর্তনের প্রভাব
চট্টগ্রামে অল্পতেই বন্যার পেছনে জলবায়ু পরিবর্তনকেও দুষছেন অনেকে৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের এই বন্দরনগরীর নীচু অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷