1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সচিবালয় ঘেরাও আনসারদের, ছাত্রদের সঙ্গে সংঘর্ষ, আহত ৪০

২৬ আগস্ট ২০২৪

রোববার ঢাকায় সচিবালয় ঘেরাও করে রেখেছিল আনসাররা। রাতে ছাত্রদের সংঙ্গে তাদের সংঘর্ষ হয়। আহত ৪০।

রোববার রাতে ডাকা সচিবালয়ের পাশে আনসার ও ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয়।
ঢাকায় সচিবালয় ঘেরাও করে রেখেছিল আনসরারা। ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ছবি: Habibur Rahman/aal.photo/IMAGO

আনসার সদস্যরা চাকরি জাতীয়করণ-সহ কিছু দাবিতে সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানাচ্ছে, দেড় হাজার আনসার সদস্য রোববার সচিবালয় ঘেরাও করে রাখে। তখন সচিবালয়ের ভিতরে কয়েকজন উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও কর্মকর্তা আটকা পড়েন।

রাত নয়টার দিকে প্রায় হাজারখানেক ছাত্র সচিবালয় এলাকায় যায়। তাদের সঙ্গে জনতাও যোগ দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া হয়। ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। বেশ কিছু শিক্ষার্থী ও আনসার আহত হন।

প্রথম আলো জানাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার সংঘর্ষে আহত হয়েছেন। সাংবাদিক আসিফ হাওলাদার পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন,৪০ জন আহত হাসপাতালে এসেছেন। তাদের অনেকেরই মাথায় আঘাত আছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা করা হচ্ছে।  সমন্বয়ক হাসান আবদুল্লা-সহ তিনজনের চিকিৎসা ঢাকা মেডিক্যাল কলেজে হচ্ছে।

প্রায় ঘণ্টাখানেক ধরে সংঘর্ষ চলার পর পৌনে দশটা নাগাদ আনসাররা পিছু হটেন। শিক্ষার্থীরা তখন সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে ছিলেন। সওয়া ১০টা নাগাদ সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।  আনসাররা সচিবালয় এলাকা ছেড়ে চলে যায়।

আনসার ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। ছবি: Habibur Rahman/aal.photo/IMAGO

আনসাররা গত দুইদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছিলেন। তাদের দাবি, আশ্বাস দেয়া সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। রোববার তারা সচিবালয়ের বিভিন্ন গেটে অবস্থান শুরু করেন। ফলে সচিবালয়ে ঢোকা বা বেরনো সম্ভব হচ্ছিল না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশে বন্যা পরিস্থিতির মধ্যে আমরা ত্রাণকাজ নিয়ে ব্যস্ত। আনসার সদস্যদের দাবি মানার জন্য সময় চাওয়া হলেও তারা সুযোগ নিয়ে সচিবালয় ঘেরাও করেছে। এমন আনসার বাহিনী আমরা চাই না। তারা দেশের সংকট বোঝে না।'

উপদেষ্টারা বোরোলেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম-সহ কয়েকজন উপদেষ্টা ও সচিব, অনেক কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ের এক ও তিন নম্বর গেট খোলার পর হেঁটে অনেক কর্মকর্তা-কর্মচারী বের হন।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা রোববার রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

সচিবালয়, প্রধান উপদেষ্টার বাড়ির আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার জন্য সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার. প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ