1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করার বিরুদ্ধে হাইকোর্টের রুলিং

১ ডিসেম্বর ২০১১

হাইকোর্টের এই রুলিং-এর পাশাপাশি নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন করা সম্ভব নয়৷ তাঁর মতে এ নিয়ে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
বাংলাদেশ হাই কোর্টছবি: DW/Harun Ur Rashid Swapan

সংসদে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল পাশ হয়েছে মঙ্গলবার৷ আর বুধবারই এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা৷ বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি হাসান আরিফের বেঞ্চ রিটের ওপর শুনানি করে ৪ সপ্তাহের রুল জারি করেন৷ ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবেনা রুলে তা জানতে চেয়েছেন আদালত৷ তবে প্রশাসক নিয়োগের ব্যাপারে দুই বিচারপতি একমত হতে পারেননি৷ তাই বিষয়টি এখন নিষ্পত্তি করবে প্রধান বিচারপতির আদালত৷ জানালেন সাদেক হোসেন খোকার আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম৷

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ঢাকা সিটি কর্পোরেশন দুইভাগ করা হয়েছে জনস্বার্থে৷ আর এখনো সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হয়নি৷ রাষ্ট্রপতির সম্মতির পর তা আইনে পরিণত হবে৷ আইন হওয়ার আগে তা আদালতে চ্যালেঞ্জ করা যায়না৷

এদিকে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন করা সম্ভব নয়৷ আর এনিয়ে সরকার তাদের সঙ্গে কোন আলাপ আলোচনাও করেনি৷ তার মত এ নিয়ে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে৷ তাই ভেবে চিন্তে এগুতে হবে৷

অন্যদিকে বিএনপি ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিরুদ্ধে আন্দোলন শুরু করছে৷ আন্দোলনের কর্মসূচি কী হবে তা ঠিক করতে বিএনপির চেয়ারপার্সন রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ