অঙ্গীকার এক৷ কিন্তু অঙ্গীকার পূরণের আন্তরিক চেষ্টায় বিস্তর ফারাক৷ ফেসবুক পেজ খুলেছে ঠিকই৷ কিন্তু সেই পেজের তত্ত্বাবধান এবং নাগরিক সেবায় তা কাজে লাগানোর কাজে কুষ্টিয়ার চেয়ে ঢাকা অনেক পিছিয়ে৷
উদ্যোগ অনুযায়ী কাজের অনেক নমুনাই আছে সংবাদমাধ্যমের খবরে৷ ওষুধ খাইয়ে কিংবা ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে কিনা তা তদারক করার কার্যক্রমের খবর প্রকাশিত হচ্ছে দৈনিকে৷ জেলায় দেশি গরু পালন বাড়ছে – দেশের প্রধান দৈনিকে এমন খবরও এসেছে৷ উন্নয়ন মেলা আয়োজনের খবরও গণমাধ্যমের কল্যাণে দেশের সব অঞ্চলের মানুষই জেনেছেন৷ ইউটিউবেও আছে এমন উদ্যোগের প্রচারণা৷
তথ্য গোপন রাখার সাতটি সহজ উপায়
আধুনিক প্রযুক্তির কারণে মানুষের সুযোগ-সুবিধা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য চুরির ঘটনা৷ ফোর্বস জানাচ্ছে কোন সাতটি উপায়ে আপনি খুব সহজেই ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারেন৷
ছবি: Fotolia/davidevison
পাসওয়ার্ড নিজের কাছে রাখুন
কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়৷ আর ব্যাংক কার্ড-এর সঙ্গে যেন এই পাসওয়ার্ডের মিল না থাকে৷ এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না৷ এর ফলে আপনার তথ্য চুরির সম্ভাবনা অনেক বেড়ে যায়৷ বাড়ির বাইরে গেলে এগুলি ‘লক’ করে যাবেন৷
ছবি: Sergey Nivens - Fotolia.com
নামে ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন
এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে৷ সোজা এই ঠিকানায় যান – http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন৷ তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন৷
ছবি: picture-alliance/dpa/O. Berg
ব্যবহারের পর লক্ষ্য রাখা
আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন৷ আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে – সেটা খেয়াল রাখুন৷ আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে৷
ছবি: AFP/Getty Images
ফোন, ই-মেল বা জিপ কোড ব্যবহার করতে না দেয়া
অচেনা কোনো মানুষ এই নম্বরগুলো জানতে চাইলে, আপনারা দেবেন না৷ দেখা যায় কোনো অফিস তাঁর কর্মীর কাছ থেকে এ সব তথ্য চাইলে, অনেকেই সেচ্ছ্বায় তা দিয়ে দেয়৷ বহু অফিস এ নিয়ে একটি প্রোফাইল তৈরি করে৷ আপনার কিন্তু এ সব তথ্য না দেয়ার অধিকার আছে৷ তাই আপনি যদি এতে স্বাচ্ছ্বন্দ্যবোধ না করেন, তবে দেবেন না৷
ছবি: picture-alliance/ZB
কার্ড নয় ক্যাশ
আপনি যদি চান আপনি যে পণ্যটি কিনছেন, সেই কোম্পানি আপনারা পরিচয় না জানুক, তবে নগদ অর্থে জিনিস কিনুন৷
ছবি: AP
ফেসবুকে নিরাপত্তার জন্য ‘ফ্রেন্ডস’ ব্যবহার করুন
ফেসবুকে সবসময় ‘সিকিউরিটি’ বা নিরাপত্তা পরীক্ষা করুন৷ পোস্ট করার পর লক্ষ্য রাখুন আপনি আপনার ছবি বা মন্তব্য ‘ফ্রেন্ডস’ করে রেখেছেন, নাকি ‘পাবলিক’ করেছেন৷ আপনি যদি ‘স্পেশ্যাল’ নির্বাচন করেন এবং ঠিক করে দেন কে কে আপনার পোস্ট দেখতে পাবে, তবে সেটা আপনার তথ্য নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে ভালো৷
ছবি: picture-alliance/dpa/T. Bozoglu
‘হিস্ট্রি’ এবং ‘কুকিস’ মুছে ফেলুন
আপনি সবশেষ কবে এটা করেছেন? আপনি যদি নিশ্চিত না হন, ব্রাউজারে গিয়ে এটা পরিবর্তন করুন৷ ব্রাউজারের ‘প্রাইভেসি সেটিংস’-এ যান, সেখানে ‘নেভার রিমেমবার হিস্ট্রি’ নির্বাচন করুন৷ এর ফলে ইন্টারনেটে আপনাকে ‘ট্র্যাক’ করাটা হ্যাকারদের জন্য কঠিন হবে৷ এছাড়া আপনি ‘অ্যাড অন’-ও ব্যবহার করতে পারেন৷
কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃপক্ষের সেবামূলক কর্মকাণ্ডের খবর জানানোর কাজে তাদের ফেসবুক পাতাটিও খুব সক্রিয়৷ টাইমলাইন আপডেট হয় নিয়মিত৷ তাই চোখ রাখলেই পড়া যায় বিভিন্ন ধরণের মেলা আয়োজনের কথা৷ সম্প্রতি কুষ্টিয়া জেলা স্টেডিয়াম চত্বরে আমের চারা রোপণ করে ফলদ বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে৷ এ বিষয়ের পোস্টের নীচে নগরবাসীর মন্তব্যও আছে৷ সেখানে এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের উদ্দেশ্যে একজন লিখেছেন, ‘‘কুষ্টিয়া জেলায় বৃক্ষ রোপণের জন্য আপনি কিছু উদ্দোগ গ্রহণ করলে মনে হয় তা সফল হতে পারে৷'' ২৯ সেপ্টেম্বরের এই ফেসবুক পোস্টের নীচে আরেকজনের মন্তব্য, ‘‘আমাদের কুষ্টিয়া স্টেডিয়ামকে আরো বড় আর সংস্কার করা প্রয়োজন৷ আপনাদের অবগতির জন্য জানানো গেল৷''
জেলা শহরের বাসিন্দাদের সঙ্গে যোগসূত্র হিসেবে ফেসবুক পেজের কার্যকারিতার ভুরি ভুরি নমুনা আছে ফেসবুক পাতায়৷ দেখলেই বোঝা যায়, জেলা প্রশাসকের আশ্বাস এবং সেই অনুযায়ী কাজ করায় তাঁর সহকর্মীরাও বেশ তৎপর৷
কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে দৃশ্যমান ফেসবুক পাতাগুলোর অবস্থা খুবই সঙ্গীন৷ বাংলায় ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন' লেখা একটি ফেসবুক পাতার টাইমলাইনে সর্বশেষ পোস্ট পড়েছে মে মাসের ১১ তারিখে৷ সেখানে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন'-এর নামে প্রচার চালানো হয়েছে ‘বাংলাদেশ ছাত্র শক্তি' নামের একটি সংগঠনের৷ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, মেয়র হিসেবে তাঁর কোনো কর্মদ্যোগের চিহ্নই সেখানে নেই৷ ইংরেজিতে ‘ঢাকা সাউথ সিটি কর্পোরেশন' লেখা অন্য পেজটির টাইমলাইনে শুধু ফুলের ছবির ছড়াছড়ি৷ পাতাটি নির্মানাধীন কিনা সে সম্পর্কেও কিছু জানানো হয়নি৷ দু'টি ফেসবুক পাতাই হয়ত কোনো ব্যক্তির খেয়ালি অনধিকারচর্চার ফসল৷
ফেসবুকে জনপ্রিয় যাঁরা
বাস্তব জীবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা ফুটবলার কিনা – তা নিয়ে বিতর্ক থাকতে পারে৷ তবে ফেসবুকে তিনি অন্যতম সেরা৷ ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ ফেসবুক এবং টুইটারে জনপ্রিয় এরকম আরো কয়েক তারকাকে নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
সবার সেরা রোনাল্ডো
ফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলা এই পর্তুগিজ তারকার ফেসবুক ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ টুইটারে তাঁর অনুসারী তিন কোটি৷
ছবি: picture-alliance/dpa
টুইটার মেসির বিষয় নয়
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি গত বছর ফিফার বিশ্বসেরা খেতাবটি জিততে পারেননি৷ সেটা নিয়েছেন রোনাল্ডো৷ ফেসবুকেও মেসি তাঁর পেছনে রয়েছেন৷ ভক্তের সংখ্যা সাড়ে সাত কোটির মতো৷ তবে টুইটারে মেসির ভক্ত মাত্র ২০ লাখ৷
ছবি: Reuters
এগিয়ে যাচ্ছেন নেইমার
রোনাল্ডো বা মেসির পর্যায়ে না পৌঁছালেও দ্রুত এগিয়ে যাচ্ছেন নেইমার৷ ২২ বছর বয়সি এই ব্রাজিলীয় ফুটবল তারকার ভক্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি৷ টুইটারে চতুর্থ জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷
ছবি: picture-alliance/dpa/R. Ghement
অনলাইনে জনপ্রিয় কাকা
ফুটবল ক্যারিয়ারের ভালো সময়গুলো সম্ভবত ইতোমধ্যে পার করে ফেলেছেন কাকা (ছবিতে স্ত্রী ক্যারোলিনের সঙ্গে কাকা)৷ ৩২ বছর বয়সি এই তারকার টুইটার অনুসারীর সংখ্যা দুই কোটির বেশি৷ মাইক্রো ব্লগিং সাইটটিতে দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷ আর ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় চার কোটি৷
ছবি: picture-alliance/dpa
ব্যতিক্রমী কিং জেমস
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়দের তালিকায় শুরুর দিকে অধিকাংশই ফুটবলার৷ ব্যতিক্রম শুধু এনবিএ সুপারস্টার লিব্রন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা সোয়া দুই কোটির মতো, আর টুইটারে দেড় কোটির বেশি৷
ছবি: Getty Images
ও্যাজিলও কম যান না
প্রথমে খারাপ ছিল ফর্ম, এখন ইনজুরির কবলে৷ বিশ্বকাপ জয়ী জার্মান দলের তারকা মেসুত ও্যজিল বর্তমানে সম্ভবত কঠিন সময় পার করছেন৷ তবে সময়টা তিনি দিব্যি কাটিয়ে দিতে পারেন অনলাইন ভক্তদের সঙ্গে৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় তিন কোটি, টুইটারে প্রায় ১ কোটি৷
ছবি: picture-alliance/dpa
অনলাইনে মন্থর বোল্ট
বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব ইউসেইন বোল্ট অনলাইন জগতে বেশ পিছিয়ে আছেন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা মাত্র ১৬ মিলিয়ন! আর টুইটারে সাড়ে তিন মিলিয়নের মতো৷
ছবি: Getty Images
বেকহাম এখনো জনপ্রিয়
ফুটবল মাঠে খেলোয়াড়ের বেশে এখন আর দেখা যাচ্ছে না ডেভিড বেকহামকে৷ তবে তাই বলে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের ফেসবুক জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ ফেসবুকে পাঁচ কোটি ভক্ত রয়েছে তাঁর৷
ছবি: Reuters
8 ছবি1 | 8
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নামে যে ফেসবুক পাতাটি দেখা গেল সেটি বেশ পরিচ্ছন্ন৷ ঈদ-উল-আজহার আগে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক টক শো-তে সিটি কর্পোরেশনের ফেসবুক পাতার কথা সগর্বে উল্লেখ করেছিলেন৷ যে কোনো সমস্যার কথা ওই ফেসবুক পাতায় জানালেই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিলেন তিনি৷ কিন্তু পাতাটি নিজে নিয়মিত দেখলে সম্ভবত জনাব আনিসুল হক গর্ব করতে পারতেন না৷ ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথিত ফেসবুক পাতায় ঢুঁ মেরে দেখা গেল সেখানে সর্বশেষ পোস্ট পড়েছে গত ২০ সেপ্টেম্বর, অর্থাৎ ঈদের আগে৷ ঈদের ছুটি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃপক্ষের ফেসবুক পাতা পুরোদমে সচল হয়ে উঠেছে৷ কিন্তু ফেসবুক পাতা দেখে মনে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ সেপ্টেম্বরও ঘুম ভাঙেনি৷
তবে ঈদের পর ঢাকা শহর থেকে কুরবানির বর্জ্য ঠিকই অপসারণ করেছে সিটি কর্পোরেশন৷ এ কারণে সিটি কর্পোরেশনকে ধন্যবাদও দিয়েছেন কেউ কেউ৷ ধন্যবাদ তাদের প্রাপ্য৷ তবে ধন্যবাদের পাশাপাশি সমালোচনাও চলছে৷ একজন জানিয়েছেন, ‘‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তরের মধ্যে কোনো সমন্বয় নাই৷ গতকাল (২৭-০৯-১৫) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাৎসরিক কর দিতে গেলে ওরা পূর্বের করের ১০ শতাংশ কম কর গ্রহণ করেছে৷ আজ (২৮-০৯-১৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বার্ষিক কর দিতে গেলে ওরা জানালো, কমানোর প্রশ্নই উঠে না, বরঞ্চ বাড়ানোর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন৷ কোথায় যাবো আমরা?