1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাবিতে শিক্ষার্থীদের উপর হামলা

১৮ সেপ্টেম্বর ২০১৯

পরীক্ষা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ঘেরাও কর্মসূচিতে হামলা হয়েছে৷

Dhaka Universität Demonstration Lehrer und Eltern
ছাত্র লীগের অতীতের হামলার ফাইল ফটোছবি: bdnews24.com

দুইজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন৷

তবে সাদ্দাম এ ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে দুইদল শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে৷

পরীক্ষা ছাড়া ছাত্রলীগ নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ডাকসুর নেতা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা বুধার দুপুরে বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করতে যান৷

এসময় বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয়ের সামনে সহকারী প্রক্টর সীমা ইসলাম ও মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ প্রক্টরিয়াল টিমের অন্তত ছয়জন সদস্য উপস্থিত ছিলেন, তাদের সামনেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়৷

ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ মাহমুদ চোখের নিচে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে৷

একই সময়ে জগন্নাথ হল, সূর্যসেন হল, মুহসীন হল, জসিমউদ্দীন হল ও বিজয় একাত্তর হলের শতাধিক ছাত্রলীগ কর্মী ‘সাধারণ শিক্ষার্থী' ব্যানারে সেখানে উপস্থিত হন৷ সান্ধ্যকালীন কোর্সে ভর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালুসহ চার দফা দাবির স্মারকলিপি দেওয়ার কর্মসূচির কথা বলেন তারা৷

দুই দল মুখোমুখি হওয়ার পর এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়৷ তারপর উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়৷ পরে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের মারধোড় করে৷

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, "আমরা ডিনের কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলাম৷ সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল৷ তারা আমাদের উপর হামলা চালিয়েছে৷ হামলার সঙ্গে জড়িতরা সাদ্দামের অনুসারী৷''

ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন, "এ হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই৷ দুইদল শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে৷ বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নাই৷''

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ