1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাবির ২৫ শিক্ষক, কর্মকর্তা করোনায় আক্রান্ত

১৮ নভেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কেএম গোলাম রব্বানী৷

ছবি: DW/S. Hossain

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সকালে এই তথ্য জানান তিনি৷ ‘‘আক্রান্তদের মধ্যে আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার রয়েছেন,’’ বলে জানান প্রক্টর৷

অবশ্য আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করছেন তিনি৷ ‘‘বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কোয়ার্টারে ও আবাসিক এলাকায় আক্রান্ত ব্যক্তি আছেন৷ সেখানে তাদের পরিবারের লোকজনও রয়েছে৷ কেউ ব্যক্তিগতভাবে অবহিত করলে আমরা সেটা জানতে পারি৷ তাই প্রকৃত সংখ্যাটা বলা যাচ্ছে না,’’ জানান প্রক্টর গোলাম রব্বানী৷

আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার করোনায় আক্রান্ত হওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন৷ শনিবার থেকে জ্বর থাকার পর সোমবার পরীক্ষা করে তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হন৷

এখন তিনি বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আবাসিক এলাকায় আইসোলেশনে আছেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এখন জ্বর একটু কমেছে৷ তবে গা ব্যাথা আছে৷ গতকাল একটা সিটি স্ক্যান করিয়েছি, লাংস ভালো আছে৷’’

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ