ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কেএম গোলাম রব্বানী৷
বিজ্ঞাপন
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সকালে এই তথ্য জানান তিনি৷ ‘‘আক্রান্তদের মধ্যে আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার রয়েছেন,’’ বলে জানান প্রক্টর৷
অবশ্য আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করছেন তিনি৷ ‘‘বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কোয়ার্টারে ও আবাসিক এলাকায় আক্রান্ত ব্যক্তি আছেন৷ সেখানে তাদের পরিবারের লোকজনও রয়েছে৷ কেউ ব্যক্তিগতভাবে অবহিত করলে আমরা সেটা জানতে পারি৷ তাই প্রকৃত সংখ্যাটা বলা যাচ্ছে না,’’ জানান প্রক্টর গোলাম রব্বানী৷
আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার করোনায় আক্রান্ত হওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন৷ শনিবার থেকে জ্বর থাকার পর সোমবার পরীক্ষা করে তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হন৷
এখন তিনি বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আবাসিক এলাকায় আইসোলেশনে আছেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এখন জ্বর একটু কমেছে৷ তবে গা ব্যাথা আছে৷ গতকাল একটা সিটি স্ক্যান করিয়েছি, লাংস ভালো আছে৷’’
জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
জার্মানিতে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে মুসলিম দম্পতি
করোনা ভাইরাসের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োনটেকের প্রতিষ্ঠাতা তুরস্ক বংশোদ্ভূত এক দম্পতি৷ ছবিঘরে জানুন বিস্তারিত৷
ছবি: Stefan F. Sämmer/imago images
২০০৮ সালে শুরু
জার্মান শহর মাইনৎসে ১২ বছর আগে বায়োনটেকের পথচলা শুরু হয়৷ এই কোম্পানির প্রতিষ্ঠাতা ক্যান্সার বিশেষজ্ঞ উগুর জাহিন এবং তাঁর স্ত্রী ইমিউনোলজিস্ট উজলেম টুরেচি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
তুরস্ক বংশোদ্ভূত
তারা দুইজনই তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক৷ এই দম্পতির তৈরি বায়োনটেকে এখন কাজ করে ১৫শ’ কর্মী৷ ৫৫ বছর বয়সি জাহিনের জন্ম তুরস্কে৷ বাবা-মা’র সঙ্গে একসময় জার্মানিতে চলে আসেন তিনি৷ মেডিসিন এবং গণিত নিয়ে পড়ালেখা করেন কোলোন বিশ্ববিদ্যালয়ে৷
ছবি: Stefan F. Sämmer/imago images
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
জাহিন কোলোন এবং হামবুর্গে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে কাজ করেছেন৷ এরপর জারল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত একজন চিকিৎসক ও গবেষক হিসেবে সেখানে কাজ করেন৷ মলিকিউলার মেডিসিন এবং ইমিউনোলজি নিয়ে গবেষণা শুরু করেন৷ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তিনি সবসময় আগ্রহী ছিলেন আর এ কারণেই ২০০৮ সালে বায়োনটেক প্রতিষ্ঠা করেন৷ ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য এখানে মনোনিবেশ করেন তিনি৷
৫৩ বছর বয়সি টুরেচির জন্ম জার্মানিতে৷ কিন্তু তাঁর বাবা-মা তুর্কি৷ হামবুর্গে পড়ালেখা করে, সেখানেই চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন তিনি৷ ইমিউনোলজিস্ট টুরেচি ক্যান্সার রোগীদের থেরাপি দিয়ে থাকেন৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত
২০০০ সালের জানুয়ারিতে জাহিন করোনা ভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারেন৷ তখনই তাঁর আশঙ্কা হয় এটি মহামারি রূপ নেবে৷ সেসময়ই ভ্যাকসিন প্রস্তুতের সিদ্ধান্ত নেন তিনি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
করোনা প্রতিরোধে ভূমিকা
বায়োনটেকের প্রধান নির্বাহী উগুর জাহিন জানিয়েছেন, এই টিকার প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর স্থায়ী হবে৷ যৌথ বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও তিনি জানিয়েছেন, ‘‘টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলে আমরা প্রমাণ পেয়েছি যে এটি কোভিড-১৯ প্রতিরোধ করতে পারে৷’’