ঢাকার তোপখানা রোডের এক আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তার ঘরে একটি চিরকুট পাওয়া গেছে৷
বিজ্ঞাপন
আদনান সাকিব নামের ২৫ বছর বয়সি ঐ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র ছিলেন৷ তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়৷ বাবার নাম আব্দুল মালেক৷
হোটেল কর্ণফুলীর এক কক্ষের দরজা ভেঙে সাকিবের ঝুলন্ত লাশ পাওয়ার কথা জানিয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূইয়া বলেন, ‘‘সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা৷’’
এই পুলিশ কর্মকর্তা জানান, সাকিব বিবাহিত ছিলেন৷ তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ মঙ্গলবার রাতে যোগাযোগ করতে না পেরে এবং মোবাইল বন্ধ পাওয়ায় তার স্ত্রী বুধবার সকালে থানায় জিডি করেছিলেন৷
‘‘সে ওই হোটেলে উঠেছিল মঙ্গলবার৷ বুধবার রাতে হোটেলের লোকজন ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়৷ পুলিশ গিয়ে রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে৷’’
ওই কক্ষে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, ‘‘সেখানে স্ত্রীকে ‘পৃথিবীর শুদ্ধতম’ মানুষ হিসাবে বর্ণনা লেখা হয়েছে, মৃত্যুর জন্য কেউ দায়ী না, মানসিক চাপের কথা বলা হয়েছে৷’’
পরিবারের সঙ্গে কথা বলেও সাকিবের ‘মানসিক চাপের মধ্যে থাকার’ কথা জানতে পেরেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা৷
জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ডিপ্রেশন: আপনার যা জানা উচিত
ডিপ্রেশন বা বিষন্নতা একটি বৈশ্বিক অসুস্থতা৷ গোটা বিশ্বের প্রায় চার শতাংশ মানুষের বিষন্নতা রয়েছে৷ চিকিৎসার মাধ্যমে এই অসুস্থতা দূর করা সম্ভব৷ চলুন বিষন্নতা নিয়ে আরো কিছু তথ্য জেনে নেয়া যাক৷
ছবি: picture-alliance/dpa/F. Hoermann
বিষন্নতা কী?
ডিপ্রেশন বা বিষন্নতা যেকারো হতে পারে এবং এটি কোনো দুর্বলতার লক্ষণ নয়৷ এটা একধরনের অসুস্থতা যার লক্ষণ হচ্ছে দীর্ঘ সময় মন খারাপ থাকা, নিত্যদিনের কাজ যা আপনি উপভোগ করতেন তা করতে আগ্রহ হারিয়ে ফেলা বা সেসব কাজ করা কঠিন মনে হওয়া৷
ছবি: picture-alliance/dpa/F. Hoermann
বিষন্নতার আর কী কী লক্ষণ আছে?
বিষন্নতায় আক্রান্ত মানুষদের মধ্যে আরো অনেক লক্ষণ থাকতে পারে৷ যেমন তারা সারাক্ষণ দুর্বল অনুভব করতে পারে, তাদের খাদ্যের রুচি চলে যেতে পারে, ঘুম আগের চেয়ে কম বা বেশি হতে পারে, মনোযোগে বিঘ্ন ঘটতে পারে, সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে, এমনকি নিজেকে মূল্যহীন মনে হতে পারে৷ মারাত্মক বিষন্নতা কাউকে নিজের ক্ষতি করা বা আত্মহত্যায়ও উৎসাহিত করতে পারে৷
ছবি: Ute Grabowsky/photothek/imago images
বিষন্নতা রোধের উপায় কী?
বিষিন্নতার চিকিৎসা রয়েছে৷ একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার মাধ্যমে এটা দূর করা সম্ভব হতে পারে৷ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধও গ্রহণ করার প্রয়োজন হতে পারে৷
ছবি: Panthermedia/imago images
বিষন্নতা অনুভব করলে কী করবেন?
বিষন্নতা অনুভব করলে আপনি এমন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন যাকে আপনি বিশ্বাস করেন৷ বিশেষজ্ঞরা মনে করেন, অনেক সময় শুধু কথা বলেও বিষন্নতা কাটানো যেতে পারে৷
ছবি: Fotolia/Bertold Werkmann
বিষন্নতা থেকে দূরে থাকতে আর কী করা যেতে পারে?
আপনার ভালো লাগে এরকম কিছু কর্মকাণ্ড নিয়মিত করতে পারেন৷ পাশাপাশি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখলে ভালো৷ খাওয়াদাওয়া এবং ঘুমের ক্ষেত্রেও একটি রুটিন অনুসরণ করতে পারেন৷
ছবি: Fotolia
ব্যায়াম করলে কী বিষন্নতা কমে?
বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত ব্যায়াম শরীরের জন্য ভালো৷ বিষন্ন মনে হলে ইচ্ছা না থাকলেও অন্তত বাইরে গিয়ে হাঁটাহাটি করুন৷ আর বিষন্নতা কাটাতে মদ্যপান কোনো সমাধান নয়৷ এলকোহল বিষন্নতা আরো বাড়িয়ে দিতে পারে৷
ছবি: picture-alliance/Zuma Press/El Nuevo Dia de Puerto Rico/Jupiterimages
আত্মহত্যার ইচ্ছা জাগলে করণীয় কী?
আপনার মধ্যে যদি আত্মহত্যার ইচ্ছা জাগে তাহলে আপনার বিশ্বস্ত কারো সঙ্গে যোগাযোগ করুন যাতে তিনি আপনাকে এই চিন্তা থেকে দূরে যেতে সহায়তা করতে পারে৷ অনেক দেশে এরকম পরিস্থিতিতে মানসিক সহায়তা পেতে জরুরি ফোন নম্বর রয়েছে৷ দরকার হলে সেখানেও ফোন করতে পারেন৷
দ্রষ্টব্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছবিঘরটি করা হয়েছে৷