1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাইট সার্ফিং-এ নজর কাড়া কিশোরী

২৯ আগস্ট ২০১৯

মানুষ আবহমানকাল ধরে সমুদ্রকে বশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সাঁতার ও উইন্ড সার্ফিং ছাড়া কাইট সার্ফিং-ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ফ্রান্সের এক কিশোরী এ ক্ষেত্রে সবার নজর কাড়ছে৷ এমনকি বিশ্বকাপেও অংশ নিচ্ছে সে৷

ছবি: DW

ফ্রান্সের কাইট সার্ফার কাপুসিন দেলানোয়া বাতাস ও ঢেউয়ের ধাক্কা কাটিয়ে পানির উপর বিচরণ করে৷ বয়স মাত্র ১৩৷ সময় পেলেই সে পানির টান উপেক্ষা করতে পারে না৷

জার্মানির উত্তরে সিল্ট দ্বীপে কাইট সার্ফ বিশ্বকাপ প্রতিযোগিতায় সেই সবচেয়ে কমবয়সি প্রতিযোগী৷ বিশ্বের সেরা সার্ফারদের মধ্যে সেখানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে৷ উত্তর সাগর অনিশ্চয়তা ভরা, পানিও খুব শীতল৷ এমন জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়া বড় চ্যালেঞ্জ৷ কাপুসিন বলে, ‘‘আমি সবচেয়ে কমবয়সি, কিন্তু মেয়েরা আমার প্রতি ভালো আচরণ করছে৷ আমাকে নানা পরামর্শ দিচ্ছে৷ ওয়ার্ল্ড ট্যুরে এত কমবয়সি হওয়া বেশ ভালো৷ দারুণ সুযোগ৷''

অ্যাডভেঞ্চার, আর কাইট সার্ফিং

02:31

This browser does not support the video element.

ফ্রিস্টাইলার হিসেবে কাপুসিন ব্রাজিল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে৷ পরিবারের সঙ্গে বিগত ৬ বছর ধরে সে সেখানেই থাকে৷ তার ভাই কামি-ও বিশ্বকাপে পরিচিত মুখ৷ তাদের বাবা রেনা পেশায় চিকিৎসক৷ তিনিই সন্তানদের কাইট সার্ফিং শিখিয়েছেন৷ তিনি বলেন, ‘‘৬ বা ৭ বছর বয়সে কাপুসিন কাইট সার্ফিং শুরু করে৷ ভাইকে কোনো এক প্রতিযোগিতায় অংশ নিতে দেখে সে বলে, সেও চেষ্টা করতে চায়৷ বললাম তার জন্য প্রশিক্ষণ নিতে হবে৷ সে রাজি হয়ে গেল৷''

এখন সে বিশ্ব মানের কাইট সার্ফারদের সঙ্গে প্রতিযোগিতায় নামার ছাড়পত্র পেয়েছে৷ ১৪টি দেশের ২৫ জন অ্যাথলিট বিশ্বকাপে পয়েন্ট পাবার দৌড়ে নামেন৷ স্কিপারদের মিটিং-এ বিধিনিয়ম ও শর্তাবলী স্থির করে দেওয়া হয়৷ তারপর প্রতিযোগীরা পানিতে নামেন৷ কাপুসিন জুরির সদস্যদের কাছে নিজের কেরামতি দেখাতে ১২ মিনিট সময় পাচ্ছে৷

পেটার ভজনি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ