1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল হলে সংসদে যোগ দেবে বিএনপি

৯ অক্টোবর ২০১১

সরকার যদি সংসদে নতুন বিল এনে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে তাহলে বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে যোগ দেবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷

‘সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে’ছবি: DW

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবিতে কাল থেকে শুরু হচ্ছে বিরোধী দল বিএনপির রোডমার্চ৷ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা থেকে সিলেট অভিমুখে যাবে এই রোডমার্চ৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে৷ সরকার তাদের রোডমার্চ দিতে বাধ্য করেছে৷

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন বিরোধী দলের রোডমার্চ যদি শান্তিপূর্ণ হয় তাহলে প্রশাসন তাদের সহায়তা করবে৷ কিন্তু রোডমার্চের নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷

আর ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন আগামী ২০শে অক্টোবর সংসদ অধিবেশনে যোগ দেয়ার বিষয়টি বিরোধী দল বিবেচনা করতে পারে৷ তবে শর্ত হল সরকারী দলকে নতুন বিল এনে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের উদ্যোগ নিতে হবে৷

এর জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দল চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল আনতে পারে সংসদে৷ বেসরকারী দিবসে এই বিল আনার সুযোগ আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ