1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র কর্মসূচি

২৮ আগস্ট ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে৷

ছবি: DW

কর্মসূচি দেয়ার আগে গত ২ দিনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন৷ বৈঠক করেছেন সমমনা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে৷ এরপর মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতৃত্বে ১৮ দলের সরকার বিরোধী কর্মসূচি ঘোষণা করেন৷ এই কর্মসূচির মধ্যে রয়েছে ৭ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, গণমিছিল, গণসংযোগ ও জনসভা৷ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই সময়ের মধ্যে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়ে বেশ কিছু জনসভায় বক্তব্য রাখবেন এবং জনসংযোগ করবেন৷

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, সরকারের উচিত এখনই পদত্যাগ করা৷ সরকার দেশের সব সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে৷

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে বাধ্য করা হবে৷ তবে কঠোর কোন কর্মসূচি দিয়ে জনগণের দুর্ভোগ বাড়াতে চাননা৷ সরকার যদি এরপরও তাদের দাবি পূরণ না করেন তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ