তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে সুশীল সমাজ
৩১ মার্চ ২০১১তাছাড়া রাজনৈতিক নেতাদের সদিচ্ছার পরিচয় দিতে হবে৷ কারণ তাদের ব্যর্থতার সুযোগেই এই ব্যবস্থা জেঁকে বসেছে৷
রাজনীতির বিশ্লেষক এবং সুশাসনের জন্য নাগরিক – সুজন এর প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, তত্ত্বাবধায়ক সরকারের শুধু সংস্কার নয়, পর্যায়ক্রমে এই ব্যবস্থা তুলে দেয়া উচিত৷ একটি অনির্বাচিত সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব পেতে পারেনা৷ তবে এই সংস্কার হতে হবে সবার সঙ্গে আলাপ আলোচনা করে৷
তাঁর মতে, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে৷ তাই সবার আগে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে৷
ড. বদিউল আলম মজুমদার বলেন, তবে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা প্রয়োজন সবার আগে৷ তা না হলে কোন ব্যবস্থাই কার্যকর হবেনা৷
তাঁর মতে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির মধ্যে যেমন ক্ষমতার ভারসাম্য প্রয়োজন, তেমনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেও ক্ষমতার ভারসাম্য প্রয়োজন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন