1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে সুশীল সমাজ

৩১ মার্চ ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার চাইছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও৷ তাঁরা মনে করেন, এই ব্যবস্থা পর্যায়ক্রমে উঠিয়ে দেয়া উচিত৷ তবে তার আগে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

তাছাড়া রাজনৈতিক নেতাদের সদিচ্ছার পরিচয় দিতে হবে৷ কারণ তাদের ব্যর্থতার সুযোগেই এই ব্যবস্থা জেঁকে বসেছে৷

রাজনীতির বিশ্লেষক এবং সুশাসনের জন্য নাগরিক – সুজন এর প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, তত্ত্বাবধায়ক সরকারের শুধু সংস্কার নয়, পর্যায়ক্রমে এই ব্যবস্থা তুলে দেয়া উচিত৷ একটি অনির্বাচিত সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব পেতে পারেনা৷ তবে এই সংস্কার হতে হবে সবার সঙ্গে আলাপ আলোচনা করে৷

তাঁর মতে, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে৷ তাই সবার আগে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে৷

ড. বদিউল আলম মজুমদার বলেন, তবে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা প্রয়োজন সবার আগে৷ তা না হলে কোন ব্যবস্থাই কার্যকর হবেনা৷

তাঁর মতে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির মধ্যে যেমন ক্ষমতার ভারসাম্য প্রয়োজন, তেমনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেও ক্ষমতার ভারসাম্য প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ