1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে: বিএনপি

১১ মে ২০১২

সরকার মামলা হামলা বন্ধ করে বিরোধী দলের দাবি মেনে না নিলে, দেশ অনিবার্য এক সংঘাতের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন বিএনপি’র শীর্ষ নেতারা৷ তাঁরা ১০ই জুন পর্যন্ত দেখবেন৷ আর ইলিয়াস আলীকে উদ্ধারের দাবি অব্যাহত থাকবে৷

ছবি: DW

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর, তাঁকে উদ্ধারের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি হরতালসহ নানা কর্মসূচি দিয়ে চাঙ্গা হয়ে উঠেছিল৷ কিন্তু হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জির ঢাকা সফর, নেতাদের বিরুদ্ধে মামলা এবং শীর্ষ নেতাদের কিছুদিনের জন্য আত্মগোপনের ফলে আপাতত কঠোর কর্মসূচিতে যাচ্ছেন না তাঁরা৷ তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, এসব করে শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ করা যাবে না৷

বিএনপি'র আরেকজন শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, সরকার নিজেই তাদের কাজের মাধ্যমে প্রমাণ করছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷ তিনি বলেন, সরকার যদি তার অবস্থানে অনঢ় থাকে তাহলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে৷ আর সেই পরিস্থিতি চাইলেও সামলানো যাবে না৷

ড. খন্দকার মোশাররফ বলেন, ১২ই মার্চের মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ১০ই জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে সময় বেঁধে দিয়েছেন৷ নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে তাদের অবশ্যই কঠোর আন্দোলনে যেতে হবে৷

দু'জনই বলেন, পরিস্থিতি যাতে সংঘাতময় না হয় সেজন্য যেকোন জায়গায় সংলাপে বসতে রাজি আছেন তাঁরা৷ কিন্তু তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঘোষণা দিতে হবে৷ সংলাপ হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ