1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থচুরিতে উত্তর কোরিয়া জড়িত?

৪ এপ্রিল ২০১৭

সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি ক্যাসপারস্কি ল্যাব সোমবার জানিয়েছে, তাদের কাছে এমন কিছু ডিজিটাল প্রমাণ আছে যার ভিত্তিতে কয়েকজন গবেষক বাংলাদেশ ব্যাংকের অর্থচুরির সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট থাকার বিষয়টি আশঙ্কা করছেন৷

Bengalische Banknoten
ছবি: DW

রাশিয়াভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাসপারস্কি ‘লাজারাস’ নামে একটি হ্যাকার গোষ্ঠীর উপর ৫৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে৷ গোষ্ঠীটি উত্তর কোরিয়ার বলে মনে করা হয়৷ ২০১৪ সালে হলিউডে সনি স্টুডিওতে হ্যাকিংয়ের ঘটনার সঙ্গেও লাজারাস জড়িত বলে ধারনা করা হয়৷ যুক্তরাষ্ট্র সনির হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী মনে করে৷

ক্যাসপারস্কি তাদের প্রতিবেদনে বলেছে, লাজারাসের হ্যাকাররা উত্তর কোরিয়ার একটি আইপি অ্যাড্রেস থেকে ইউরোপের একটি সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করেছে৷ ইউরোপে থাকা ঐ সার্ভারটি যে সিস্টেম নিয়ন্ত্রণ করে সেই সিস্টেমটি লাজারাসের হ্যাকারদের হামলার শিকার হয়েছে৷

বিশ্বের কমপক্ষে ১৮টি দেশের ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান লাজারাসের হামলার মুখে পড়েছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি৷

ক্যাসপারস্কির গবেষক ভিটালি কামলুক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, ২০০৯ সাল থেকে তাঁরা লাজারুসের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং ‘‘এই প্রথম আমরা গোষ্ঠীটির সঙ্গে উত্তর কোরিয়ার প্রত্যক্ষ সংযোগ লক্ষ্য করেছি৷’’

তবে কামলুক এ-ও বলেছেন, হ্যাকিংয়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের জড়িত থাকার বিষয়টি তাঁর পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ, এমনও হতে পারে, হ্যাকাররা সবার সামনে নিজেদের উত্তর কোরীয় হিসেবে তুলে ধরার কিংবা উত্তর কোরিয়ার কেউ হ্যাকিংয়ের সঙ্গ জড়িত - এটি প্রমাণের চেষ্টা করে থাকতে পারে৷

এর আগে গত মাসে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, এফবিআই মনে করছে, বাংলাদেশ ব্যাংকের অর্থচুরির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়া জড়িত৷

সাইবার সিকিউরিটি বিষয়ক আরেকটি প্রতিষ্ঠান বিএই সিস্টেমসের আদ্রিয়ান নিশ মনে করছেন, ক্যাসপারস্কির পাওয়া তথ্যপ্রমাণ বেশ গুরুত্বপূর্ণ, যদিও তা উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করছে না৷ নিশ হচ্ছেন সেই ব্যক্তি যাঁর নেতৃত্বে একটি দল গত বছরের মে-তে জানিয়েছিল, সনির স্টুডিও এবং বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনার মধ্যে একটি সংযোগ আছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ