1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে পাকিস্তানে নাটক

২৫ ডিসেম্বর ২০১১

বেশ একটা নাটক হয়ে গেল পাকিস্তানে৷ সেদেশের তথ্য মন্ত্রী ফিরদৌস আওয়ানি পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিলেন৷ দেশটিতে সরকারের সঙ্গে সামরিক বাহিনীর যে স্নায়ুযুদ্ধ চলছে তা যেন ভেসে উঠলো এ ঘটনার মাধ্যমে৷

বিগত ২০০৮ সালে গিলানির নেতৃত্বে মন্ত্রিসভা শপথ নিচ্ছেছবি: picture alliance/dpa

পাকিস্তানের নারী তথ্য মন্ত্রী ফিরদৌস আওয়ান তাঁর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই জানালেন যে তাঁর এই পদত্যাগ পত্র গ্রহণ করেননি বর্তমান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ তার আগে মন্ত্রিসভার বৈঠকেই আকস্মিকভাবে নিজের পদত্যাগের কথা জানিয়ে বসেন ফিরদৌস আওয়ান৷ এই ঘোষণার সময় তাঁর চোখে ছিল অশ্রু৷ এই ঘটনায় মন্ত্রিসভার অনেকেই হতবাক হয়ে পড়েন৷ ঘটনাটি টেলিভিশনেও দেখানো হয়৷

তবে কয়েক ঘন্টা পর যখন সাংবাদিকদের পদত্যাগপত্র প্রত্যাহারের কথা জানান তিনি, তখন সাংবাদিকরা এর কারণ জিজ্ঞেস করে৷ জবাবে পাকিস্তানি তথ্য মন্ত্রী জানিয়েছেন, তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেননি প্রধানমন্ত্রী গিলানি৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমার পদত্যাগ পত্র ছিঁড়ে ফেলেছেন এবং আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন৷''

তবে হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তথ্য মন্ত্রী, তার কোন উত্তর তাঁর কাছ থেকে পাওয়া যায়নি৷ তবে সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে যতটুকু জানা গেছে, তা হলো ক্ষমতাসীন দলের অনেকেই ফিরদৌস আওয়ানের সমালোচনা করছিলেন৷ সম্প্রতি মেমোগেট কেলেঙ্কারির পর সরকারের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে সেই ব্যাপারে তিনি তেমন কিছুই নাকি করতে পারেননি এমন অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে৷ উল্লেখ্য, এই মেমোর কারণে গত কয়েকটা দিন ধরে পাকিস্তানি সরকারের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে সেদেশের সামরিক বাহিনীর৷

এটি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে, যখন মার্কিন সরকারের কাছে পাঠানো একটি সরকারি বার্তা ফাঁস হয়ে যায়৷ ওই ফাঁস হয়ে যাওয়া বার্তায় পাকিস্তানি সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়, যদি সামরিক বাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করে তাহলে মার্কিন বাহিনী যেন বেসামরিক প্রশাসনকে সহায়তা করে৷ এই বার্তা বা মেমোর জের ধরে পদত্যাগ করেন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানিও বলেছেন, কোন কোন মহল সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে৷ তবে সেনাবাহিনীর প্রধান জেনারেল আশিক কায়ানি বলেছেন, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না৷ তবে উভয় পক্ষের মধ্যেই পারস্পরিক আস্থাহীনতা দেখা যাচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ