1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

তদন্তকারীর প্রশ্নের জবাব দিলেন না ট্রাম্প

১১ আগস্ট ২০২২

নিউ ইয়র্কে অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়েও প্রশ্নের জবাব দিলেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ডনাল্ড ট্রাম্প
ছবি: Julia Nikhinson/AP Photo/picture alliance

অভিযোগ হলো, তার এস্টেটের দাম অনেক বেশি করে দেখিয়ে ঋণ নিয়েছিলেন ট্রাম্প। বিষয়টি নিয়ে তদন্ত করছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

ট্রাম্পজানিয়েছেন, তিনি অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়েছিলেন। কিন্তু মার্কিন সংবিধানে প্রত্যেক নাগরিককে কিছু অধিকার ও সুবিধা দেয়া হয়েছে।

কী নিয়ে তদন্ত?

নিউ ইর্কের স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিলিয়া জেমস খতিয়ে দেখছেন, ট্রাম্প তার এস্টেটের দাম অনেক বাড়িয়ে বলেছিলেন কি না?

ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে দেবেন মাস্ক

01:11

This browser does not support the video element.

ট্রাম্প এবং তার ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এই জেরা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তারা মামলায় হেরে যান। গত মঙ্গলবার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি অ্যাটর্নি জেনারেলের অফিসে যাবেন।

ডনাল্ড জুনিয়র ও ইভাঙ্কার জুলাইতে সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু তাদের মায়ের মৃত্যুর জন্য সেই সাক্ষ্যদান স্থগিত থাকে।

জেমস জানিয়েছেন, তদন্তের ফলে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সামনে এসেছে। চলতি বছরের গোড়ার দিকে নিউ ইয়র্কের এক বিচারক বলেন, তদন্তের জন্য জরুরি নথিপত্র ট্রাম্প দেননি।

ট্রাম্প যা বলছেন

ট্রাম্প বলছেন, তিনি কোনো ভুল কাজ করেননি। কিন্তু তার বিরুদ্ধে নানা ধরণের তদন্ত শুরু হয়েছে। ট্রাম্প বলছেন, ''এটা হলো অ্যামেরিকার ইতিহাসে গ্রেটেস্ট উইচ হান্ট। আমাকে ও আমার মহান সংস্থাকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে।''

ক্যাপিটলে তার সমর্থকদের উসকানি দেয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। এফবিআই তার ফ্লোরিডার এস্টেটে গিয়ে তল্লাশি করেছে। ট্রাম্প বলছেন এ সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ