1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তন্বী হয়ে ব্রী বয়েজ এখন অ্যামেরিকার চোখের মনি

২৭ অক্টোবর ২০১১

সে মেয়ের নাম ব্রী বয়েজ৷ বাড়ি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়৷ শুধুমাত্র মনোবলকে সম্বল করে একদা ২৩৪ পাউন্ড ওজনের বয়েজ নিজেকে বদলে ফেলেছে এক ১১২ পাউন্ডের তন্বী তরুণীতে৷ মিস অ্যামেরিকা প্রতিযোগিতায় সে এখন নির্বাচিত৷

অ্যামেরিকায় অতিরিক্ত ওজোন একটি মারাত্মক অসুখছবি: picture-alliance/dpa

দক্ষিণ ক্যালিফোর্নিয়া রাজ্যটায় ৩১ শতাংশ বাসিন্দা বেশি ওজনের অসুখের শিকার৷ গোটা যুক্তরাষ্ট্র জুড়েই এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে৷ বাড়ছে বিশ্বের বহু দেশে৷ আমাদের বাংলাদেশ, ভারতেও৷ বিশেষ করে শিশুদের মধ্যে এই ওবেসিটি বা মোটা হয়ে পড়ার সমস্যা নাকি মহামারীর আকারে দেখা দেবে অদূর ভবিষ্যতে৷

এই অবস্থায় মোটা থেকে রোগা হয়ে এক মার্কিন কিশোরী গোটা দেশের চোখের মনি হয়ে উঠেছে৷ নাম তার ব্রী বয়েজ৷ এই তো সেদিন পর্যন্ত ব্রী বয়েজ ছিল একটি পেল্লাই মোটা, ২৩৪ পাউন্ডের কিশোরী৷  এমন দশা তার ছিল, যে সকলের সামনে আসতে পারতো না লজ্জায়৷ স্কুলে গ্রুপ ছবি তোলা হলে, সে সকলের পিছনে লুকিয়ে পড়ত৷ তার দুই বড় বোন যখন স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, সে তখন নীচে দাঁড়িয়ে দেখত, আর বিশাল মোটা বলে সকলের কাছে হাস্যকর সেই কিশোরী মনে মনে নিজেকে বলত, একদিন আমিও এমন হাঁটব, আমিও এমন তন্বী হয়ে উঠব৷ স্বাভাবিক হয়ে যাব৷

কিন্তু, সেটা কী করে সম্ভব? বয়েজ যে অতিরিক্ত মোটা! তার শরীরে মেদ কেবল বেড়েই চলে৷ তার কেবলই খিদে পায়, আর তাকে খেতে হয়, আর তার চর্বি উত্তরোত্তর বাড়তে থাকে৷ এমন চলতে চলতে ১৭ বছর বয়সে হাঁটুতে বেজায় ব্যথা নিয়ে ব্রী গেল ডাক্তারের কাছে৷ ডাক্তার বললেন, অতি ওজনের ভার হাঁটুরা নিতে পারছে না৷ তাই এই ব্যথা৷ একটাই উপায়, ওজন কমাতে হবে৷ ব্রী বুঝল, বাকি জীবনটা স্বাভাবিকভাবে বাঁচতে হলে, এখনই সময়৷ নিজেকে বিশ্বাস করতে হবে, যে ওজন কমানো যায়৷ শুরু হল তার একার লড়াই৷ প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণে হাঁটা৷ প্রথম মাসে পাঁচ পাউন্ড, দ্বিতীয় মাসে সাত, তৃতীয় মাসে নয় পাউন্ড, এভাবেই চালিয়ে যেতে লাগল ব্রী৷ তার ওজন কমতে শুরু করে দিল৷ তারপরে প্রায় সেই রূপকথার কাহিনীর মতই, এক বছরের পরিশ্রমে সেই কুৎসিত মোটা ব্রী এখন এক তন্বী সুন্দরী৷ আর সামনের মাসেই সে ক্যালিফোর্নিয়াতে অ্যামেরিকান বিউটি কনটেস্টে বা সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে হাঁটার জন্য নির্বাচিত হয়েছে৷ এ একটা দুরন্ত সাফল্য৷

ফাস্ট ফুডের আকর্ষণ কাটিয়ে উঠতে হবেছবি: AP

এই সাফল্যটা ব্রী অর্জন করেছে স্রেফ মনের জোরে৷ নিজেই জানিয়েছে সেকথা৷ বলেছে, আমি মোটা ছিলাম৷ অন্য অনেকের মতই শিকার হয়েছিলাম ওবেসিটির৷ হাল ছেড়ে দিয়ে সোফায় বসে টিভি দেখতে দেখতে সারাদিন ফাস্ট ফুড বা ভাজাভুজি খেয়ে গেলে এতদিনে আরও বেড়ে যেত আমার ওজন৷ কোনদিন পারতাম না স্বাভাবিক জীবনে ফিরে যেতে৷ মানসিক অবসাদের শিকার হয়ে পড়তাম৷ জীবন হয়ে যেত বিবমিষা৷

তা কিন্তু হয়নি৷ কোনরকম ওষুধবিষুধ, কোন ধরণের লো কার্বোহাইড্রেট ডায়েট কিংবা কোন কঠিন অপারেশন, এসবের দিকে না হেঁটে শুধুমাত্র ব্যায়াম করে আর নিয়মিত নিজের মনোবলকে বাড়িয়ে ব্রী যে সাফল্যটা পেয়েছে, সেটাই এখন মার্কিন সমাজের ওবেসিটির শিকার লক্ষ লক্ষ ছেলেমেয়ে, নারী পুরুষের সামনে আদর্শ৷ তাই অনেকেই ভাবতে শুরু করেছেন, ব্রী - এর মত আমিও তো হতে পারি!

সেখানেই ব্রী-এর সাফল্য৷ সন্তোষ৷ সর্বত্র গিয়ে গিয়ে সে মানুষকে সেকথা বলছেও৷ আর সুন্দরী প্রতিযোগিতায় তার মাথায় যদি উঠে আসে একখানা মুকুট, তাহলে তো কথাই নেই! একদা বিশাল মোটা ব্রী বয়েজ হয়ে যাবে আরেক নতুন মাত্রার অ্যামেরিকান আইডল৷ যে আইডল মানুষকে শেখায়, খোদার ওপরেও খোদকারী করা যায়৷ আর সেটাও পারি আমরা, এই সামান্য মানুষরাই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ