1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি কর্পোরেশন নির্বাচন

৩১ মার্চ ২০১২

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের এখনো তফসিল ঘোষণা না হলেও, সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন৷ আর তৎপর হয়েছে নির্বাচন কেন্দ্রিক অপরাধীরা৷ একারণে কোথাও কোথাও এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি মনে করছেন৷

ছবি: DW

ঢাকার দেয়াল আর বিলবোর্ড দেখে মনে হবে সিটি কর্পোরেশন নির্বাচন হয়তো কয়েকদিনের মধ্যেই৷ সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড আর ব্যানারে ছেড়ে গেছে গোটা শহর৷ আদলাতের নির্দেশের পরও সেগুলো তুলে ফেলা হয়নি৷

সাংবিধানিক বাধ্য বাধকতার কারণে আগামী ২৯শে মে'র মধ্যেই নির্বাচন কমিশনকে ঢাকারই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করতে হবে৷ আর সে জন্য এপ্রিল মাসের মাঝামাঝি সময়েই নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে তফসিল৷ আর এই হিসেব আছে প্রার্থীদের কাছে৷ তাই তফসিল ঘোষণার আগেই তাদের তৎপরতা চোখে পড়ার মতো৷ আশঙ্কা করা হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির৷ কারণ চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনের হাওয়ায় তৎপর হয়ে উঠছে কোনো কোনো প্রার্থীর পক্ষে৷ এনিয়ে প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগও পাওয়া গেছে৷ কিন্তু নির্বাচন কমিশন বলছে তফসিল ঘোষণার আগে এ বিষয়গুলো দেখা তাদের কাজ নয়৷ তাই তাদের কোনো পরিকল্পনাও নেই৷ তফসিল ঘোষণার পরই তারা এ বিষয় নিয়ে কাজ করবেন বলে জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ৷

তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন যে, তাঁরাও আশঙ্কা করছেন নির্বাচনের আগে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার৷ তাই সন্ত্রাসীরা যাতে তৎপর না হতে পারে এবং অবৈধ অস্ত্র যাতে রাজধানীতে ঢুকতে না পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা আগাম পরিকল্পনা নিয়েছেন৷

আর সুশাসনের জন্য নাগরিক-সুজন'এর প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, তফসিলের জন্য অপেক্ষা করলে চলবেনা৷ নির্বাচনকে কেন্দ্র করে আগেই যদি অপরাধীরা তৎপর হয়, তাহলে তাদের বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নিতে হবে৷ তিনি বলেন, শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবেনা, রাজনৈতিক দলগুলো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে - সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ