1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রীর নির্বাচন ভাবনা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ অক্টোবর ২০১৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংসদের মেয়াদ ২৪শে জানুয়ারি পর্যন্ত৷ নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চলতে পারবে৷ কেউ সংবিধানের অপব্যাখ্যা দিলে চলবে না৷

epa03056476 Bangladesh Prime Minister Sheikh Hasina addresses the guests at the India-Bangladesh Business Meet in Agartala city, capital of Tripura state, northeast India, 11 January 2012. Sheikh Hasina's visit is the first by any Prime Minister of Bangladesh to Tripura state. EPA/STRINGER
ছবি: picture-alliance/dpa

রোববার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক বিতর্ক এবং সংসদ অধিবেশনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী শেখ হাসিনা সভায় এ নিয়ে তাঁর মতামত তুলে ধরেন৷ তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দিলে নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চলতে পারে৷ সংবিধানে এ নিয়ে কোনো বাধা নেই৷ তিনি আরও বলেন, বর্তমান সংসদের মেয়াদ আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত৷ তাই সংসদ সেই সময় পর্যন্ত বহাল থাকবে৷ তিনি বলেন, ২৪শে অক্টোবরের পর ৩ মাসের মধ্যে নির্বাচন হবে৷ তাতে সরকারের মেয়াদের মধ্যেই শেষ ৩ মাসে নির্বাচন হবে৷

শেখ হাসিনা বিরোধী দলের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘‘বিরোধী দলের নেতা ২৪শে অক্টোবরের পর নাকি কেয়ামত করে ফেলবেনছবি: Reuters

শেখ হাসিনা বিরোধী দলের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘‘বিরোধী দলের নেতা ২৪শে অক্টোবরের পর নাকি কেয়ামত করে ফেলবেন৷ যদি তেমন হয়, তাহলে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের৷'' গণভবনে কার্যনির্বাহী কমিটির এই বৈঠকে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন৷ জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের বাইরে থেকে ফিরলে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে৷ ২৪শে অক্টোবরের পর চূড়ান্ত কর্মসূচি কী হবে, তাও ঠিক করা হবে৷ এ নিয়ে দলের মধ্যে এবং শরিকদের সঙ্গেও আলোচনা হবে৷ তিনি বলেন, সরকার যতই অপকৌশল করুক জনদাবি উপেক্ষা করতে পারবে না৷ রবিবার রাতেই খালেদা জিয়ার দেশে ফেরার কথা বলে তিনি জানান৷

বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলের কাছে দাবি করেন, ২৪শে অক্টোবরের পর এই সরকারের আর কোনো বৈধতা থাকবেনা৷ সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ সরকার যদি চলমান সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনে, তা হলে ২৪শে অক্টোবরের পর তা আদায় করে নেয়া হবে৷ তিনি দাবি করেন, ২৪শে অক্টোবরের পর সরকারের কোনো কাজেরই আর বৈধতা থাকবেনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ