1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আন্দোলন থামিও না’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ফেব্রুয়ারি ২০১৪

দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি হয়নি৷ চিহ্নিত বা গ্রেপ্তার হয়নি অপরাধীরা৷ তারপরও আশা ছাড়েননি তাঁদের পরিবারের সদস্যরা৷

Bildergalerie Bangladesch Andenken an den Mord an Sagar Sarowar und Meherun Runi
সাগরের মা সালেহা মুনীরছবি: DW/M. Mamun

সাগরের মা সাংবাদিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করতে প্রশাসনিক ব্যর্থতায় লজ্জিত হওয়ার কথা জনিয়েছেন৷ এদিকে সাংবাদিকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন৷

দুই বছর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকার রাজাবাজারের বাসায় নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে৷ বেঁচে আছে তাঁদের একমাত্র শিশু সন্তান মেঘ৷ এই দুই বছরেও তাঁদের হত্যাকারীদের চিহ্নিত করতে পারেননি তদন্তকারীরা৷ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে দুই বছরে সাংবাদিকসহ দেশের সাধারণ মানুষ অনেক আন্দোলন-অনশন করেছেন৷ সাগর-রুনির পরিবারের সদস্যরা চোখের জল ফেলেছেন৷ মেঘের বয়স দুই বছর বেড়েছে৷ কিন্তু অপরাধীরা আটক হয়নি৷ হয়েছে তদন্তের নামে নানা নাটক আর গল্প৷

সাগর-রুনির মৃত্যুর দু'বছরে তাই মঙ্গলবার ঢাকা ও ঢাকার বাইরে নানা কর্মসূচিতে হতাশার কথাই প্রকাশ পেয়েছে৷ কিন্তু সাগরের মা সালেহা মুনীর আশা ছাড়েননি৷ তিনি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্মরণ সভায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘আন্দোলন থামিও না, যত সাংবাদিক মারা গেছে সবার বিচারের দাবিতে তোমরা আন্দোলন চালিয়ে যাও৷ আমার মেঘের জন্য আমি বিচার চাই৷'' তিনি বলেন, ‘‘আমি খুব আশাবাদী, সাংবাদিকরা আবার এক হয়েছে শুনে আমি খুশি হয়েছি৷'' তিনি বলেন, ‘‘সাগর-রুনির হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি তাঁদের কবর জিয়ারত করব না৷''

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, ‘‘দুই বছরেও এই হত্যার রহস্য উন্মোচিত হলো না, এটি আমাদের লজ্জা৷ আর সাগর-রুনির নিরাপত্তা দিতে না পারা এবং খুনের বিচার না করা এই রাষ্ট্রের লজ্জা৷'' তিনি বলেন, ‘‘সাগর-রুনি আমাদের চেতনার মধ্যেই আছে৷ আমরা এই হত্যার বিচারের দাবিতে ঐক্যবব্ধ ছিলাম এবং থাকব৷'' এই সমাবেশে দুই সাংবাদিক ইউনিয়নের নেতারাই উপস্থিত ছিলেন৷

সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন৷ রুনি ছিলেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার৷ মাছরাঙা টেলিভিশনের সামনে সাগরের সহকর্মীরা মানববন্ধন করেন৷ আর এটিএন বাংলার কার্যালয় কারওয়ান বাজার এলাকায় মানবন্ধন করেন সাগর-রুনির সহকর্মীরা৷ তাঁরা আর টালবাহানা না করে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান৷ তাঁদের প্রশ্ন, হত্যাকারীরা কি এতই ক্ষমতাধর যে সরকারও তাদের আইনের আওতায় আনতে পারে না?

এদিকে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের শুরুতেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘‘সাগর-রুনির হত্যা রহস্য উদঘাটিত না হওয়ায় দুঃখ প্রকাশ করছি৷ প্রশাসনিক ব্যর্থতার জন্য লজ্জাবোধ করছি৷ মন্ত্রণালয়ের তরফ থেকে যথাযথ কর্তৃপক্ষকে তাগিদ দেব, তদবির করব যেন প্রকৃত ঘটনা দেশবাসী জানতে পারেন৷'' হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই মন্তব্য করে ইনু বলেন, ‘‘রহস্য উদঘাটনে সরকার আন্তরিক৷''

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী ৩১ মার্চ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি ঘোষণা করেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ