1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তবে কি আসাদই জয়ী?

২২ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আসাদ-বিরোধী অবস্থান থেকে সরে আসছে৷ সিরিয়ার প্রেসিডেন্টকে এখন আরো আত্মবিশ্বাসী মনে হচ্ছে৷ সম্প্রতি তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে যারা সম্পর্ক ‘পুণঃস্থাপন' করতে চায়, তাদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হবে৷

Syrien Präsident Assad - Rede vor Diplomaten in Damaskus
ছবি: picture-alliance/AP Photo/Syrian Presidency

গেল রোববার দেশটির ডজনসংখ্যক কূটনীতিকের সামনে বক্তব্য রাখেন বাশার আল-আসাদ৷ তিনি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা কয়েকটি দেশের প্রতি পরিষ্কার বার্তা দেন এই বলে যে, তাঁর সরকার এমন কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে না, ‘যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেনি'৷

কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এরা জঙ্গিবাদের মদদদাতা৷

আসাদের এতটা দ্ব্যর্থহীন হবার কারণ আছে৷ একজন জিহাদি বার্সেলোনায় সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দিয়ে ১৪ জনকে হত্যা ও শ'খানেককে আহত করার ঘটনার তিনদিন পর তিনি বক্তব্যটি দিলেন৷ এ ধরনের হামলার ঘটনা তাঁর জন্য আশীর্বাদ বলেই মনে করা হয়৷

তাতে যারা এতদিন তাঁর আইএসবিরোধী কর্মাকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন, হামলার শিকার হয়ে তারাই এখন তাঁকে সহযোগী হিসেবে দেখা শুরু করবে৷ আসাদ নিজেই বলছেন, ‘‘এই সত্যটাই পশ্চিমা রাজনীতিকদের ধ্যান-ধারণা পাল্টে দিয়েছে৷''

যুক্তরাষ্ট্রও সিরিয়ার বিষয়ে আপাতত  নতুন কৌশল নিয়েছে৷ কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে, আসাদবিরোধীদের সহযোগিতায় সিআইএ-র একটি বিশেষ উদ্যোগ বন্ধ করে দেয়া হয়েছে৷

অবশ্য সিআইএ-র এই বিশেষ প্রোগ্রাম তেমন কোনো সাফল্য না পাওয়ায় মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়৷ তবে এ-ও ঠিক যে, রাশিয়ার সঙ্গেও সিরিয়া বিষয়ে আগের চেয়ে সহনশীল হয়েছে যুক্তরাষ্ট্র৷

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেশটির স্টেট সেক্রেটারি রেক্স টিলারসন বলেছেন যে, যুক্তরাষ্ট্র এখনো চায় আসাদ সরকারের পতন হোক,  তবে সিরিয়ায় একটি স্থিতিশীল অবস্থা তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েই একমত৷

 

অনেকের চোখে, জঙ্গিবাদ মোকাবেলায় মধ্যপ্রাচ্য ঘিরে ওবামা প্রশাসনের রাজনৈতিক কৌশল বিতর্কিত৷ ট্রাম্প প্রশাসনও সেক্ষেত্রে আরো একধাপ এগিয়ে৷

ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক ‘ইন্সটিটিউট ফর স্টাডি অফ ওয়ার'-এর একটি গবেষণায় দেখাচ্ছে যে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন গজিয়ে ওঠা ‘সখ্য' ঝুঁকিপূর্ণ৷ তাদের মতে, রুশ-ইরান কোয়ালিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই গভীরতর সখ্য কোনোভাবেই ভালো চোখে দেখছে না সুন্নি আরবীয়রা৷ আর ঝুঁকিটা সেখানেই৷

সব মিলিয়ে আসাদ যে আরো কিছুদিন ক্ষমতায় থাকছেন এটা ধরেই নেয়া যায়৷ জিহাদী মতবাদের বিরোধী হিসেবে তিনি তাঁর দৃঢ় অবস্থান সফলভাবেই পাকাপোক্ত করেছেন৷

তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নব্য ‘জোট' এ অঞ্চলে সংকট ও জিহাদের শঙ্কা আরো বাড়াবে বলে সুন্নিরা মনে করে থাকতে পারেন৷ যদি তাই হয়, বিশ্লেষকদের ধারণা, এখনকার সংকট কেবল ভোরের আলো৷ প্রকৃত ভয়াবহতা এখনো বাকি৷

বাড়ছে আইএস-এর হত্যাযজ্ঞ

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা বলছে যে, ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়লেও আইএস-এর হত্যা ও ধ্বংসযজ্ঞ সাম্প্রতিক সময়ে বেড়েছে৷ ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যাচ্ছে, ২০১৬ সালে ইসলামিক স্টেটের নামে ১,৪০০টি হামলা হয়েছে এবং ৭,০০০ মানুষ মারা গেছেন, যা ২০১৫ সালের তুলনায় ২০ ভাগ বেশি৷ সবশেষ বার্সেলোনায় ভ্যান গাড়ি ও রাশিয়ায় ছুরি দিয়ে হামলার ঘটনাও আইএস ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে৷ ইরাক ও সিরিয়ার বাইরে আইএসের অনুসারীরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে বলে জানাচ্ছে গবেষণাটি৷ ১,৪০০ হামলার মধ্যে বিভিন্ন দেশে তারা কমপক্ষে ৯৫০টি হামলা করেছে এবং ৩,০০০ মানুষ হত্যা করেছে৷ উদাহরণ হিসেবে, বাংলাদেশ, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ফিলিপিন্সের কথা উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনটিতে৷

জেডএ (কেরস্টেন ক্নিপ/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ