1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট নিরসনের চেষ্টায় ইইউ

ক্রিস্টফ হাসেলবাখ / এসিবি২৭ জুন ২০১৩

বেকারত্ব বৃদ্ধি, অনেক ব্যাংকের দেউলিয়াত্ব এবং সব সামলাতে গিয়ে সদস্যদেশগুলোর ত্রিশঙ্কু অবস্থা – এত কিছুর সমাধান দরকার৷ জোটভুক্ত বলে সেই দেশগুলোকে রক্ষার ভারও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর৷ এ নিয়ে সম্মেলন চলছে ব্রাসেলসে৷

#46426955 - Geldspritze15 © B. Wylezich
ছবি: Fotolia/B. Wylezich

সমস্যাগুলো বড় সংকটে রূপ নিয়েছে এবং ইইউ পড়েছে বেকায়দায়৷ ইউরোপে এখন ২ কোটি ৬০ লক্ষ বেকার৷ মোট বেকারের মধ্যে ৬০ লক্ষই তরুণ৷ অবস্থা আরো ভয়ানক যাতে না হয়ে ওঠে সে জন্য সাত বছর মেয়াদের একটা প্রকল্প শুরু করছে ইইউ৷ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত চলবে এ প্রকল্প৷ এখনো সব চূড়ান্ত নয়৷ পরিকল্পনা চূড়ান্ত, তবে তা বাস্তবায়নের আগে ব্রাসেলসে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু'দিনের শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে৷ সম্মেলনে যে প্রকল্পের সমালোচনা হবে, বিরোধীতা হবে এ বিষয়ে বিশ্লেষকদের অনেকেই মোটামুটি নিশ্চিত৷ ইইউ-তে বিশ্বমন্দার কবলে পড়ে ধুঁকতে থাকা দেশগুলোকে রক্ষা করা এবং তা করতে গিয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থার দেশগুলোর ওপর চাপ – এসব নিয়ে অসন্তোষ, মতবিরোধ দানা বেঁধেছে আগেই৷

ইউরোপীয় ইউনিয়নছবি: picture-alliance/dpa

ব্যাংক দেউলিয়া হলে কে বাঁচাবে? কেন সরকার! এই পন্থায় কাজ করতে গিয়ে দেখা গিয়েছে শেষ পর্যন্ত ভোগান্তিটা বেশি হয় সাধারণ নাগরিকদের৷ করের চাপে প্রায় পিষ্ট হতে হয় তাঁদের৷ তাই ইইউ এখন অন্য বিকল্পের পক্ষে৷ সমস্যা দেখা দিলে সমাধানের প্রথম উদ্যোগটা নিতে হবে ব্যাংকগুলোর অংশীদার, অর্থাৎ শেয়ারহোল্ডারদের৷ দু'দিনের আলোচনায় এ বিষয়টিও চূড়ান্ত হয় কিনা দেখার অপেক্ষায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

এর বাইরেও জোটভুক্ত দেশগুলোকে রক্ষা করে ঐক্য ধরে রাখার পথে আরো বাঁধা, আরো সমস্যা আছে ইইউ-র৷ অথচ সেসব দূর করার আগেই নেয়া হচ্ছে সদস্য বাড়ানোর উদ্যোগ৷ আগামী পহেলা জুলাই ইইউ-র ২৮তম সদস্য হবে ক্রোয়েশিয়া৷ সার্বিয়াও নাকি সদস্যপদ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলেছে৷ এখন কেবল দিনক্ষণ ঘোষণার অপেক্ষা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ