1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিয়েলিটি শো

১৯ সেপ্টেম্বর ২০১২

রিয়েলিটি শো-র পক্ষে-বিপক্ষে কথার শেষ নেই৷ সবচেয়ে বড় অভিযোগ, এসব আয়োজন প্রতিযোগীদের প্রতিষ্ঠামুখী করছে বেশি, সাধনামুখী নয়৷ ফাহমিদা নবীর অবস্থান এ ধারণার বিপক্ষে৷

ছবি: Mamun

বেশ কয়েক বছর ধরেই টেলিভিশন চ্যানেলগুলোতে চলছে রিয়েলিটি শো আয়োজনের হিড়িক৷ এমন অনুষ্ঠানের জনপ্রিয়তা একটা পর্যায়ের পর থেকে আর বাড়ছে কিনা – এ প্রশ্ন যেমন আছে, প্রশ্ন আছে এর কার্যকারিতা, উপযোগিতা নিয়ে৷ দেশ বরেণ্য শিল্পী ফাহমিদা নবীকে প্রায়ই বিচারকের ভূমিকায় দেখা যায় সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শোগুলোতে৷ তাই সাক্ষাৎকারে তিনি আলোচনাকে সংগীতেই সীমাবদ্ধ রেখেছেন৷ তাঁর মতে রিয়েলিটি শো তরুণ শিল্পীদের উপকার করছে৷ প্রতিষ্ঠা তো সবাই পান না, কেউ কেউ পান৷ আর্থিক নিরাপত্তাও হয়তো ভাগ্যে জোটে না সবার৷ তবে হতাশায় ডুবে বেপথ হবার যতরকমের আশঙ্কা আছে সমাজে, সেগুলো থেকে তরুণদের কিছুটা সময়ের জন্য হলেও দূরে রাখছে রিয়েলিটি শো৷

MMT Morning Interview - MP3-Mono

This browser does not support the audio element.

তাতে দেশের সঙ্গীতের কতটা লাভ? গত কয়েক বছরে বলার মতো ক‘জন শিল্পী বেরিয়ে এসেছে এ ধরণের প্রতিযোগিতা থেকে? এর উত্তর হতাশাজনক হলেও ফাহমিদা নবী মনে করেন, প্রতিযোগিতার পর প্রতিযোগীদের উচিত এগিয়ে চলার যে পথ তাঁরা পেলেন সাধনা করে সে পথেই এগিয়ে চলা৷ পরবর্তী জীবনে কেউ সেটা করছেন কিনা তা কখনোই রিয়েলিটি শো-র পক্ষে দেখা সম্ভব নয়৷

সাক্ষাৎকার : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ