তরুণ ক্রিকেটাররা তার ভুল থেকে শিক্ষা নেবে, তা নিশ্চিত করতে চান সাকিব আল হাসান৷ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে উদ্ধৃত করে তা জানানো হয়৷
বিজ্ঞাপন
সাকিব সব অভিযোগ স্বীকার করেছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷
কী বলেছেন সাকিব?
বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে অভিযোগের ব্যাপারে সাকিবের মন্তব্যও৷ ডয়চে ভেলের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:
‘‘আমি যে খেলাটি ভালোবাসি, তা থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই খুব মর্মাহত৷ কিন্তু আমি (ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার কথা) না জানানোর জন্য যে শাস্তি, তা মাথা পেতে নিচ্ছি৷ আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) দুর্নীতিবিরোধী লড়াইয়ে খেলোয়াড়দের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি ভরসা করে৷ আমি এই ক্ষেত্রে আমার কর্তব্য পালন করিনি৷''
সাকিব বলেন, ‘‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তের মতো আমিও ক্রিকেটকে দুর্নীতিমুক্ত দেখতে চাই৷ আমি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমকে সমর্থন জানাই৷ তরুণ খেলোয়াড়রা যাতে আমার মতো একই ভুল না করে, তা আমি নিশ্চিত করতে চাই৷''
ভালো-মন্দে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন৷ মাঝেমধ্যে জন্ম দিয়েছেন বিতর্ক, নিজের আচরণের জন্যও হয়েছেন নিন্দিত৷ সাকিবের ভালো-মন্দের খতিয়ানগুলো নিয়ে আমাদের এই ছবিঘর৷
ছবি: Getty Images/M. Melville
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ছবি: AP
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ছবি: picture-alliance/T. Basnayaka
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ছবি: AP
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ছবি: DW/M. Mamun
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ছবি: Reuters/D. Siddiqui
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷
ছবি: Getty Images/AFP/W. West
11 ছবি1 | 11
যা বলছে আইসিসি
আইসিসির আনুষ্ঠানিক বক্তব্যও জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে৷
আইসিসির জেনারেল ম্যানজার (ইনটেগ্রিটি) অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘‘সাকিব আল হাসান অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার৷ তিনি অনেক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং কোড অনুসারে তার দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন৷ (জুয়াড়িুদের) প্রতিটি প্রস্তাব তার অবশ্যই জানানো উচিত ছিল৷''
মার্শাল বলেন, ‘‘সাকিব তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহায়তা করেছেন৷ তরুণ খেলোয়াড়দের তার ভুল থেকে শেখার বিষয়ে অনুপ্রাণিত করতে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে ইনটেগ্রিটি ইউনিটকে সার্বিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন তিনি৷ আমি এ প্রস্তাবকে স্বাগত জানাই৷''
ধরাছোঁয়ার বাইরে সাকিব
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত তিন ফরম্যাটে একই সময়ে সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান৷৷ ইংল্যান্ড বিশ্বকাপেও তৈরি করেছেন এমন রাজত্ব, যেখানে সিংহাসনের অন্য সব দাবিদার পিছিয়ে যোজন যোজন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন সাকিব৷ তাও আবার শচীনের চেয়ে তিন ম্যাচ কম খেলে! বোলিংয়েও সমান ভূমিকা রেখেছেন তিনি৷ নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/A. Davidson
আফগানিস্তান
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান৷ আশা ছিল, স্পিন ঘূর্ণিতে কাবু করে বাংলাদেশকে কম রানে বেঁধে ফেলা৷ কিন্তু সাকিবের কথা হয়তো ভুলেই গিয়েছিল আফগানরা৷ বাংলাদেশের ২৬২ রানের সংগ্রহে সাকিব করেন ৫১৷ এরপর বল হাতে তার নেতৃত্বেই আফগানদের ৬২ রানে হারায় বাংলাদেশ৷
ছবি: picture-alliance/dpa/A. Davy
রেকর্ডের ম্যাচ
আফগানদের বিরুদ্ধে বল হাতে সাকিব করেন একাধিক রেকর্ড৷ প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি৷ যুবরাজ সিংয়ের পর কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে অর্ধশত ও ৫ উইকেট এখন সাকিবের৷ সেই সঙ্গে কপিল দেব ও যুবরাজ সিংয়ের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে একই বিশ্বকাপে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া খেলোয়াড় সাকিব৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
ভারত
ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৮ রানে পরাজয়ের দিনে সাকিবের ব্যাট থেকে এসেছিল ৬৬ রান, যা অন্য সবার চেয়ে বেশি৷ বল হাতে সবচেয়ে কম ৪.১০ ইকোনমিতে উইকেট নিয়েছেন একটি৷
ছবি: Getty Images/D. Sarkar
অস্ট্রেলিয়া
টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া৷ ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্য়াটিংয়ে ৩৮২ রানের লক্ষ্য দেয় অজিরা৷ ওয়ার্নার করেন ১৬৬ রান৷ সাকিব বল হাতে খুব ভালে করেননি৷ উইকেটবিহীন থেকে ৬ ওভারে দেন ৫০ রান৷ ব্যাটিংয়ে এবার টিমওয়ার্ক দেখায় টাইগাররা৷ মুশফিক শতরান করেন, অর্ধশত করেন তামিম-মাহমুদুল্লাহ৷ সাকিবও সে ম্যাচে করেন ৪১ রান৷ তবে বাংলাদেশ ম্যাচ হারে ৪৮ রানে৷
ছবি: Getty Images/M. Steele
ওয়েস্ট ইন্ডিজ
টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ৷ লিউয়িস আর পুরানের উইকেট নেন সাকিব৷ তবে লিউয়িস-হোপের নৈপূণ্যে ক্য়ারিবীয়রা ৩২২ রানের টার্গেট দেয়৷ বল হাতে অসাধারণ সাকিব ব্যাট হাতেও কান্ডারীর ভূমিকা নেন৷ দুর্দান্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে অপরাজিত ১২৪ রানে বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে৷
ছবি: Getty Images/A. Davidson
ইংল্যান্ড
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক৷ শুধু সাকিব কেনো, বোলিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার৷ ৩৮৭ রানের টার্গেটে চাপা পড়ে বাংলাদেশ৷ তবে ব্যাটিংয়ে এসে বরাবরের মতোই নেতৃত্বে সাকিব আল হাসান৷ দলকে জেতাতে না পারলেও নিজে করেন ১২১ রান৷
ছবি: Getty Images/H. Trump
নিউজিল্যান্ড
টসে হেরে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে৷ আগের ম্যাচের দুর্দান্ত বাংলাদেশ এই ম্যাচে মুখ থুবড়ে পড়ে৷ সাকিব ৬৪ রান করলেও বাকিরা তেমন একটা সুবিধা করতে পারেননি৷ ৪ বল বাকি থাকতেই টাইগাররা অলআউট হয়৷ ২৪৫ রানের টার্গেটেও বিপদে পড়ে কিউইরা৷ গাপটিল ও মুনরোকে ফিরিয়ে বাংলাদেশকে মাঠে রাখেন সাকিব৷ আশা জাগালেও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে বাংলাদেশ৷
ছবি: Getty Images/D. Rogers
সাউথ আফ্রিকা
২ জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে৷ টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা৷ মুশফিকের সঙ্গে মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন সাকিব৷ তাঁর ব্যক্তিগত ৭৫ রান দলকে এনে দেয় ৩৩০ রানের বিশাল সংগ্রহ৷ বোলিংয়ে এসে প্রোটিয়া ওপেনার মারক্রামকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি৷ ম্যাচটি ২১ রানে জেতে বাংলাদেশ৷