1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণরা আমার ভুল থেকে শিক্ষা নিক: আইসিসিকে সাকিব

২৯ অক্টোবর ২০১৯

তরুণ ক্রিকেটাররা তার ভুল থেকে শিক্ষা নেবে, তা নিশ্চিত করতে চান সাকিব আল হাসান৷ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে উদ্ধৃত করে তা জানানো হয়৷

Bangladesch Shakib Al Hasan Cricket Spieler
ছবি: Getty Images/AFP/W. West

সাকিব সব অভিযোগ স্বীকার করেছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷

কী বলেছেন সাকিব?

বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে অভিযোগের ব্যাপারে সাকিবের মন্তব্যও৷ ডয়চে ভেলের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:

‘‘আমি যে খেলাটি ভালোবাসি, তা থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই খুব মর্মাহত৷ কিন্তু আমি (ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার কথা) না জানানোর জন্য যে শাস্তি, তা মাথা পেতে নিচ্ছি৷ আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) দুর্নীতিবিরোধী লড়াইয়ে খেলোয়াড়দের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি ভরসা করে৷ আমি এই ক্ষেত্রে আমার কর্তব্য পালন করিনি৷''

সাকিব বলেন, ‘‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তের মতো আমিও ক্রিকেটকে দুর্নীতিমুক্ত দেখতে চাই৷ আমি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমকে সমর্থন জানাই৷ তরুণ খেলোয়াড়রা যাতে আমার মতো একই ভুল না করে, তা আমি নিশ্চিত করতে চাই৷''

যা বলছে আইসিসি

আইসিসির আনুষ্ঠানিক বক্তব্যও জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে৷

আইসিসির জেনারেল ম্যানজার (ইনটেগ্রিটি) অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘‘সাকিব আল হাসান অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার৷ তিনি অনেক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং কোড অনুসারে তার দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন৷ (জুয়াড়িুদের) প্রতিটি প্রস্তাব তার অবশ্যই জানানো উচিত ছিল৷''

মার্শাল বলেন, ‘‘সাকিব তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহায়তা করেছেন৷ তরুণ খেলোয়াড়দের তার ভুল থেকে শেখার বিষয়ে অনুপ্রাণিত করতে ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে ইনটেগ্রিটি ইউনিটকে সার্বিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন তিনি৷ আমি এ প্রস্তাবকে স্বাগত জানাই৷''

এডিকে/এসিবি (আইসিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ