1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীর গায়ে হাত দিয়ে পিটুনি খেলো তরুণ

১২ অক্টোবর ২০১৮

ঢাকায় বাসে সামনে বসা কলেজ ছাত্রীর গায়ে হাত দিয়ে পিটুনি খেয়েছেন এক যুবক৷ বৃহস্পতিবার সকালে এই ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়৷

ছবি: Facebook

বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে ফেসবুকে ভিডিওটি আপলোড করেন জেবা সাজিদা মৌ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে ভিডিওটি ছড়িয়ে পড়ে, একদিনের মধ্যে সেটি প্রায় পৌনে ছয় লাখ বার দেখা হয়ে যায়৷ এই সময়ের মধ্যে তাতে লাইক পড়ে প্রায় দশ হাজার, শেয়ার করা হয় নয় হাজারের বেশি অ্যাকাউন্ট থেকে৷

ভিডিওতে দেখা যায়, কলেজ ড্রেস পরা একটি মেয়ে পেছনের সিটের এক যুবকের ওপর চড়াও হয়েছেন, তাকে চড়-থাপ্পড় মারছেন৷ এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুই আমার কলেজের সামনে এখন, তোকে আজকে মেরেই ফেলব৷’’ তখন আশপাশের লোকজন তাকে বলে, ‘‘এই স্যরি বল৷’’ যুবকটি ‘‘স্যরি’’ বললে মেয়েটিকে বলতে শোনা যায়, ‘‘আপনার স্যরি, লুচ্চামি করবেন, মেয়েদের গায়ে হাত দেবেন৷’’

জেবা সাজিদা মৌ এর ভিডিওটি অনেকেই তাঁদের ফেসবুক পাতায় শেয়ার করেছেন৷ 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F100008590772594%2Fvideos%2F1937850803177927%2F&show_text=0&width=266" width="266" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এ সময় ওই যুবক প্রশ্ন করে, ‘‘আপনি আমাকে একবারও বলেছেন?’’ তখন পাশ থেকে আরেক নারীকে বলতে শোনা যায়, ‘‘এই মিয়াঁ, আপনাকে বলবে কেন?’’ এই পর্যায়ে পাশের অন্য যাত্রীরাও ওই যুবকের ওপর চড়াও হয়, চড়-থাপ্পড় মেরে তাকে বাস থেকে নামিয়ে দেয়৷

ভিডিও আপলোড করার পর ফেসবুক বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মৌ৷ যৌন নিপীড়ককে শক্ত জবাব দেওয়ায় কলেজছাত্রীর প্রশংসা করতে দেখা যায় তাঁকে৷

ওই আলাপচারিতায় ঘটনার বিবরণে তিনি জানান, মেয়েটি প্রথমে প্রতিবাদ করলে আশপাশের যাত্রীরা তাকে বলতে থাকেন, ‘‘মা, চুপ করো’’, ‘‘মা, চুপ করো’’৷ তখন তিনি মেয়েটির পক্ষে দাঁড়ান৷ এরপর মেয়েটি নিপীড়কের মুখে চড় কষিয়ে দিলে অন্যরাও তাঁকে ধরেন৷

এএইচ/এসিবি

গতবছর জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ