1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

তল্লাশি চালিয়েও আতিকের স্ত্রীকে পেল না পুলিশ

২০ এপ্রিল ২০২৩

আতিকের স্ত্রী শাইস্তা পারভিন এখনো পলাতক। তার খোঁজে বুধবার কৌশাম্বীতে তল্লাশি চালায় পুলিশ।

আতিক আহমেদকে পুলিশের হেপাজতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
আতিক আহমেদকে পুলিশের হেপাজতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। ছবি: Prabhat Kumar Verma/Pacific Press/picture alliance

তল্লাশির সময় ড্রোনও ব্যবহার করা হয়। দুই ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও পুলিশ শাইস্তার খোঁজ পায়নি বলে এএসপি সমর বাহাদুর জানিয়েছেন।

আতিকের স্ত্রীর বিরুদ্ধে চারটি অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শাইস্তা ফেরার। উত্তরপ্রদেশের সাবেক কনস্টেবলের মেয়ে শাইস্তা যাতে পুলিশের কাছে আত্মসমর্পন করে সেই চেষ্টা হয়েছিল। কিন্তু শাইস্তা সেই পথে হাঁটেননি। তারপর তার খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

অন্যদিকে উত্তরপ্রদেশের বাহুবলী রাজনীতিক আতিক আহমেদ ও তার ভাই আরশাদকে খুন করার ঘটনা পুনর্নিমাণ করবে পুলিশ। তদন্তের স্বার্থে এই পুনর্নিমাণ হবে। অর্থাৎ, গত শনিবার আতিক ও তার ভাইকে সাংবাদিক সেজে তিন অভিযুক্ত যেভাবে হত্য়া করেছিল, ঘটনাস্থলে গিয়ে তা আবার সাজাবার চেষ্টা করবে পুলিশ।

এর জন্য তিন অভিযুক্ত ২২ বছরের লাভলেশ তিওয়ারি, ২৩ বছর বয়সি মোহিত সিং ওরফে শনি এবং ১৮ বছরের অরুণ মৌর্ষকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে পুলিশ। কোনো বড় ঘটনার তদন্তে পুলিশ এখন এইভাবে ঘটনার পুনর্নিমাণ করে থাকে। এই তিন অভিযুক্তকে চারদিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

সূত্র জানাচ্ছে, পুলিশের কাছে শনি জানিয়েছে, তুরস্কে তৈরি জিগানা পিস্তল সে ডন জিতেন্দ্র সিং গোগির কাছে পেয়েছিল। ২০২১ সালে দিল্লিতে আদালতকক্ষে গোগিকে গুলি করে হত্য়া করা হয়। গোগির দেয়া পিস্তল দিয়েই তারা আতিককে খুন করেছে বলে জানিয়েছে।

এই তিন অভিযুক্ত এর আগেও একবার আতিককে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আতিকের সঙ্গে পুলিশের বলয় দেখে আর সেই চেষ্টা করেনি।

জিএইচ/এসজি(পিটিআই, টাইমস অফ ইন্ডিয়া)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ