1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাঁদের আবার স্মরণ করছে জার্মানি

১৭ এপ্রিল ২০১৫

২৪শে মার্চের ঘটনা৷ কয়েক মিনিটে ছিন্নবিচ্ছিন্ন হয়েছিল ১৫০ জন৷ তিন সপ্তাহ পরও তাঁদের শোকের চাদরটা সরেনি জার্মানি থেকে৷ সরকারিভাবে তাই আবার ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত হওয়া জার্মানউইংসের যাত্রীদের আবার স্মরণ করছে জার্মানি৷

Vorbereitungen für den Trauergottesdienst für die Opfer des Germanwings-Absturzes im Kölner Dom
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখনো তদন্ত চলছে৷ তবে তদন্তে কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎস নামটি যে বারবার আসবে তা নিশ্চিত৷ সংবাদ মাধ্যমের খবরে একটি বিষয় আগেই পরিষ্কার হযে গেছে আর তা হলো লুবিৎস ‘আত্মহত্যাপ্রবণ' ছিলেন৷ সেদিন শারীরিক এবং মানসিকভাবে বিমান চালানোর উপযুক্ত ছিলেন না – এমন কথাও উঠেছে৷ লুবিৎস একসময় মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতেন এবং তখন তাঁর মাঝে ‘আত্মহত্যার প্রবণতা' ছিল – এইটুকু স্বীকার করলেও জার্মানির বিমান চলাচল কর্তৃপক্ষ লুফটহানসা দাবি করেছে, লুবিৎস সেই অবস্থায় ছিলেন বৈমানিক হিসেবে কাজ শুরু করার আগে৷ তাদের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বৈমানিকের সনদ পান লুবিৎস৷ তারপর থেকে একবারও তাঁর মধ্যে মানসিক অসুস্থতা বা আত্মহত্যাপ্রবণতার কোনো লক্ষণ দেখা যায়নি৷বিমান কর্তৃপক্ষের এসব বক্তব্যের পরও সংশয় কাটেনি৷ লুবিৎস এক সময় মানসিক বিষাদ কাটাতে নিয়মিত ওষুধ খেতেন, তাঁর চোখেও সমস্যা ছিল – সংবাদ মাধ্যমে এসব খবর চলে আসায় কো-পাইলটের সুস্থতা এবং দুর্ঘটনায় নিহতদের জীবনের জন্য আফসোস আরো বেড়েছে৷

গত ২৪ মার্চ জার্মানউইংসের বিমান দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের স্মরণে বার্সেলোনা বিমানবন্দরে আবার শোকের ছায়া নেমেছিল সোমবার৷ স্পেনের এই বিমানবন্দর থেকেই যাত্রা শুরু করে ফ্রেঞ্চ আল্পসে শেষ হয়েছে ১৫০টি জীবন৷ তাই সেই বিমানবন্দরে শোক জানানোর এই আয়োজন৷ এদিকে কোলন শহরে নিহত বিমানযাত্রীদের স্মরণ করছে জার্মানি৷ নিহতদের ৫০০ স্বজন থাকবেন কোলন ডোম বা ক্যাথিড্রালের এই আয়োজনে৷ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক, স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সের সড়ক যোগাযোগমন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকবেন৷

এসিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ