1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাঁরা কি ফিরে আসবেন?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৭ মে ২০১৯

বাংলাদেশে গত ৭ বছরে যাঁরা গুম বা নিখোঁজ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা তাঁদের ফিরে আসার অপেক্ষায় আছেন এখনো৷ তাঁরা চাইছেন, ঈদের আগেই যেন স্বজনরা ফিরে আসেন৷ তাঁদের এই আশা কি পুরণ হবে?

Bangladesch Dhaka Menschenrechtsorganisation Odhikar zu Verschwundenen
ছবি: Sazzad Hossain

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হন নিখোঁজ বা গুমের শিকার ২০ জনের পরিবারের শতাধিক সদস্য৷ তাঁরা মানববন্ধনে তাঁদের প্রিয়জন সাথে না থাকার তীব্র  বেদনার কথা জানান৷ পিতা নিখোঁজ হওয়ার সময় যাদের বয়স ছিল ছয় মাস বা এক বছর, তারা এখন বড় হয়েছে৷ বাবা ডাকতে পারে৷ তারা এখন তাদের বাবাকে পাশে চায়৷ ‘বাবা' ডাকতে চায়৷ বাবার ডাক শুনতে চায়৷

গত ৬-৭ বছরে ৫-৬শ' লোক নিখোঁজ, অপহরণ ও গুম হয়েছে: নূর খান

This browser does not support the audio element.

গত কয়েক বছর ধরে  নিখোঁজ পরিবারের সদস্যরা প্রেসক্লাবে সমবেত হন ‘মায়ের ডাক' নামের আয়োজনে৷ এবারের মানববন্ধনে আগের মতোই তাঁরা নিখোঁজ বা গুমের শিকারদের ছবি নিয়ে আসেন৷ কালো ব্যানারে লেখা ছিল,‘‘মায়ের ডাক: খুন, গুম আর নয়''৷ তাঁদের সঙ্গে মানববন্ধনে ছিলেন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা৷ তাঁদেরই একজন মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০টি পরিবারের সদস্যদের মধ্যে একটি পহাড়ি পরিবারও ছিল৷ গত ৬-৭ বছরে আমাদের হিসেবে ৫-৬শ' লোক নিখোঁজ, অপহরণ বা গুমের শিকার হয়েছেন৷ একসঙ্গে ৭-৮জন নিখোঁজের ঘটনাও আছে, যাদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতা-কর্মী৷ শনিবার তাঁদের পরিবারের সদস্যরা  সরকারের কাছে জানতে চান যে, তাঁরা কোথায়, কিভাবে আছেন৷ তাঁদের চূড়ান্ত পরিণতি কী হয়েছে? সরকার তাঁদের অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ব্যাখ্যা দিক৷''

তিনি আরো বলেন, ‘‘স্বজনরা অভিযোগ করছেন নিখোঁজদের ব্যাপারে পুলিশ বা র‌্যাবের কাছে বারবার গিয়েও কোনো তথ্য পাচ্ছেন না৷ তাঁদের অবহেলা করা হচ্ছে৷ নানা ধরনের বিব্রতকর প্রশ্ন করা হচ্ছে যা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়৷''

সরকারের অগ্রাধিকার ইস্যু থাকে, তদন্ত করে তাঁদের বের করে আনা সময়সাপেক্ষ ব্যাপার: দীলিপ বড়ুয়া

This browser does not support the audio element.

এই নিখোঁজদের ফিরে আসা নিয়ে সরকারের পদক্ষেপ, পুলিশের ভূমিকার প্রশ্নে ডয়চে ভেলে'র সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নেতা, সাবেক মন্ত্রী এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া৷ তিনি বলেন, ‘‘তাঁরা যদি তাঁদের স্বজনদের খোঁজই চান, তাঁরা কোথায় আছে, কেমন আছে, জানতে চান, তাহলে এমন কঠোর আন্দোলন করতে হবে যাতে আইন-শৃঙ্খলা বাহিনী জবাব দিতে বাধ্য হয়৷ এভাবে প্রত্যেক বছর প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে তো হবে না৷''

সরকার কি এই  নিখোঁজদের উদ্ধারের  ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকারের তো অনেক অগ্রাধিকার ইস্যু থাকে৷ অনেকেই তো গুম হচ্ছে৷ এটা তদন্ত করে তাঁদের বের করে আনা সময়সাপেক্ষ ব্যাপার৷ বিএনপি'র এক নেতাকে তো পাওয়া গেল ভারতে৷ কেউ তিন বছর পর বেরিয়ে আসছে দেখলাম পত্রিকাতে৷ তাই এটা তো সময়সাপেক্ষ ব্যাপার৷''

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের প্রশ্নে তিনি বলেন, ‘‘এটা তো তাদের নৈতিক দায়িত্ব৷ তারা আসলে কী করছে সেটা জানানো উচিত৷''

নিখোঁজের সব ঘটনাকে অপহরণ, গুম বা হত্যার অপরাধজনিত মনে করিনা: মাসুদুর রহমান

This browser does not support the audio element.

ঢাকা মেট্রোপালিটন পুলিশের উপ-কমিশনার ( মিডিয়া) মাসুদুর রহমান নিখোঁজের সব ঘটনাকে অপহরণ, গুম বা হত্যার অপরাধজনিত মনে করেন না৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা নিখোঁজ বা অপহরণের ঘটনাকে কেস টু কেস তদন্ত করি৷ অনেক ঘটনায়ই অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করেছি৷''

তিনি বলেন, ‘‘অনেক সময় প্রেমের কারণে অথবা অন্য কারণে পলাতক থাকতে পারে৷ কেউ ব্যবসায়িক অথবা সাংসারিক কারণে অবসাদগ্রস্ত হয়ে আত্মগোপনে যেতে পারে, কেউ  নিজে আত্মগোপন করতে পারে আবার কেউ অপহৃতও হতে পারে৷ তদন্তে এটা বোঝা যায়৷ আমরা দেখেছি, কেউ কেউ আবার নিজেও কিছুদিন পরে ফিরে আসে৷ আমরা সব ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করি৷''

অন্যদিকে পুলিশ সদর দপ্তর থেকে ডয়চে ভেলেকে লিখিতভাবে জানানো হয়েছে, ‘‘নিখোঁজের প্রতিটি ঘটনাই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে৷ মামলাগুলো সব সময়ই মনিটর করা হয়৷ তবে অপরাধের ধরনের ভিন্নতার কারণে কিছু মামলা ডিটেকশনে বেশি সময়  লেগে যায়৷ কিন্তু প্রতিটি মামলার বিষয়ে পুলিশ অ্যাক্টিভ রয়েছে৷ প্রায় প্রতিদিনই এ ধরনের মামলার রহস্য উদঘাটনসহ ভিকটিমকে উদ্ধার করা হচ্ছে৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ